shono
Advertisement

Breaking News

Kalna

কালনার হিমঘরে বড়সড় দুর্ঘটনা! গ্যাস লিক করে মৃত ২ শ্রমিক, অসুস্থ একাধিক

কী করে দুর্ঘটনা ঘটল দেখছেন তদন্তকারীরা।
Published By: Subhankar PatraPosted: 12:04 PM Feb 27, 2025Updated: 08:11 PM Feb 27, 2025

অভিষেক চৌধুরী, কালনা: হিমঘরের অ্যামোনিয়া গ্যাস লিক করে বড়সড় দুর্ঘটনা কালনায়। হিমঘরের মেশিন রুমে বিস্ফোরণের জেরে মৃত ২। আহত একাধিক শ্রমিক। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ কালনার ২ ব্লকের ভবানন্দপুরের একটি হিমঘরে অ্যামেনিয়া গ্যাস লিক করে। সাদা ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। হিমঘরের ভিতর থেকে বিকট শব্দ শোনেন স্থানীয়রা। অনুমান, মেশিন ঘরে গ্যাসের বিস্ফোরণ ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও পুলিশ। আহতদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে দুই শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিরা কালনা হাসপাতালেই চিকিৎসাধীন। মৃত দুই শ্রমিকের মধ্যে একজনের বাড়ি বিহারে। অন্যজন কালনারই বাসিন্দা।

হাসপাতালের বেডে শুয়ে এক শ্রমিক বলেন, "আমরা সকালে কাজ করছিলাম। মেশিন ঘরে ছিল ২-৩ জন। বাইরে কাজ করছিলাম ৭ জন। সেই সময় অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার ফেটে যায়। আমরা কয়েকজন আহত হয়েছি।" স্থানীয় এক বাসিন্দা বলেন, "বাড়িতেই ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। প্রথমে ভেবেছিলাম কোনও গাড়ির চাকা ফেটেছে। পরে শুনি হিমঘরের গ্যাস সিলিন্ডার ফেটেছে। আশপাশ সাদা ধোঁয়ায় ঢেকে যায়। ঝাঁঝালো গন্ধে ভরে যায় এলাকা। চোখ জ্বলতে থাকে।" কী করে দুর্ঘটনা ঘটল দেখছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হিমঘরের অ্যামোনিয়া গ্যাস লিক করে বড়সড় দুর্ঘটনা কালনায়।
  • হিমঘরে মেশিন রুমে বিস্ফোরণের জেরে মৃত্যু ২ জনের।
  • আহত একাধিক শ্রমিক। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
Advertisement