সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় পরিচয়, তারপর গভীর বন্ধুত্ব। ধীরে ধীরে গভীর সম্পর্ক প্রেমে বদলে যায়। কিছুদিনের মধ্যেই একে অপরের প্রেমে একেবারে হাবুডুবু খেতে থাকেন। শুধু তাই নয়, প্রেমিকার টানে ঘর ছেড়ে ছুটে যান। আর প্রেমের কাহিনির মোড় ঘুরে যায় এখান থেকেই। কারণ ওই যুবক যে ভারতীয় নন, বাংলাদেশি। আর তাই প্রেমিকার সঙ্গে দেখা করতে অবৈধভাবেই সীমান্ত পেরিয়ে এপার বাংলায় ঢুকে পড়ার পর গ্রেপ্তার হলেন বাংলাদেশি প্রেমিক। বসিরহাটের সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের পর বসিরহাট মহকুমা আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেয়।
জানা গিয়েছে, ধৃত যুবকের নাম রায়হান কবীর, বয়স ২৫ বছর। বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায়। প্রেমিকার সঙ্গে দেখা করার আশাতেই তিনি বাংলাদেশ থেকে ভারতে 'অনুপ্রবেশ' করেছেন। কিন্তু প্রেমিকার সন্ধান না পেয়ে শুক্রবার ভোরে বসিরহাটের ঢ্যামডেমি এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তাঁর আচরণে সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারা প্রশ্ন করতে শুরু করেন। কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়তেই বিষয়টি জানানো হয় পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ। পুলিশ আধিকারিক রক্তিম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রায়হানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশিতে কোনও বৈধ নথিপত্র না থাকায় অনুপ্রবেশের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার নেপথ্যে শুধুই প্রেম নাকি অন্য কোনও উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এপারে কোথায় ও কার সঙ্গে রায়হানের সম্পর্ক গড়ে উঠেছিল, আগে কখনও তিনি অবৈধভাবে সীমান্ত পার হয়েছিলেন কি না, সেই বিষয়গুলিও তদন্ত করে দেখছে পুলিশ। আসলে বাংলাদেশের সাম্প্রতিক অশান্ত পরিস্থিতির বাংলায় অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে বলে অভিযোগ উঠেছে। সীমান্তে কড়া প্রহরা সত্ত্বেও এমনটা ঘটছে। তাই সিরাজগঞ্জের 'প্রেমিক' রায়হান কবীরের গ্রেপ্তারি নিয়ে এত প্রশ্ন উঠছে। সত্যিই কি প্রেমের টানে কাঁটাতার পেরনো নাকি এর নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য ছিল তাঁর, তা খতিয়ে দেখতে চান তদন্তকারীরা।
