shono
Advertisement

Breaking News

Basirhat

পুকুর থেকে মিলেছিল হাত-পা বাঁধা দেহ, বসিরহাটে নাবালিকা 'খুনে' গ্রেপ্তার বিজেপি নেতা-সহ ২

গ্রেপ্তারির ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে।
Published By: Suhrid DasPosted: 03:34 PM Jul 08, 2025Updated: 06:23 PM Jul 08, 2025

গোবিন্দ রায়, বসিরহাট: নাবালিকা খুনের অভিযোগে গ্রেপ্তার এক বিজেপি কর্মী-সহ দু'জন। খুনের সাতমাস পর এই গ্রেপ্তারি বলে খবর। ঘটনা ঘিরে জোর আলোড়ন ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের ন্যাজাট থানা এলাকায়। ধৃত দু'জনের নাম উমেশ মণ্ডল ও তাপস বর। ঘটনাচক্রে ধৃত উমেশ সম্পর্কে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্যের শ্যালক। ফলে ঘটনা ঘিরে আরও চর্চা চলছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৭ ডিসেম্বর ন্যাজাট থানার ঘোষপুর এলাকায় এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। এলাকারই একটি পুকুরে হাত-পা বাঁধা ওই মৃতদেহ পড়েছিল। সেই ঘটনার তদন্য শুরু করে ন্যাজাট থানার পুলিশ। অভিযোগ ওঠে ওই নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। সেই ঘটনার প্রায় সাতমাস পর এই গ্রেপ্তারি। জানা গিয়েছে, এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত উমেশ মণ্ডল।

উমেশ মণ্ডলের বাড়িতেই ওই নাবালিকার মা পরিচারিকার কাজ করতেন বলে খবর। দীর্ঘ কয়েক বছর ধরেই তিনি স্বামী পরিত্যক্তা। গত ৪ ডিসেম্বর ওই নাবালিকা গরু-ছাগল চড়াতে গিয়েছিল। তারপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি। পুলিশ তদন্তে নেমে উমেশ মণ্ডলের গোয়ালঘর সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হয় ওই নাবালিকার মৃতদেহ। তারপর থেকেই বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করা হয়। সেই সূত্র ধরেই উমেশ মণ্ডল ও তাপস বরকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের গ্রেপ্তারের পর বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ধৃত দু'জনকে আটদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চাইছে পুলিশ। আরও কেউ ঘটনার সঙ্গে জড়িত আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারির ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নাবালিকা খুনের অভিযোগে গ্রেপ্তার এক বিজেপি কর্মী-সহ দু'জন।
  • খুনের সাতমাস পর এই গ্রেপ্তারি বলে খবর। ঘটনা ঘিরে জোর আলোড়ন ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের ন্যাজাট থানা এলাকায়।
Advertisement