shono
Advertisement
Partha Bhowmick-Subrata Bakshi

'এমন কোনও ভুল যেন না করে...', পার্থ ভৌমিকের উদ্দেশে কেন এই সতর্কবার্তা বক্সির?

নৈহাটি উৎসবের উদ্বোধনে গিয়ে মন্তব্য তৃণমূলের রাজ্য সভাপতির।
Published By: Sucheta SenguptaPosted: 04:00 PM Dec 25, 2025Updated: 04:02 PM Dec 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নৈহাটি উৎসবের উদ্বোধন করতে গিয়ে প্রচ্ছন্ন রাজনীতির সুর শাসকদলের রাজ্য সভাপতির গলায়। যাঁর উদ্যোগে নৈহাটি উৎসব, দলের সাংসদ তথা নৈহাটির প্রাক্তন বিধয়ক পার্থ ভৌমিকের উদ্দেশে সতর্কবার্তা দিলেন সুব্রত বক্সি! বললেন, ''পার্থ এমন কোনও ভুল যেন না করে...।'' বুধবার তাঁর এই বক্তব্য শুনে এলাকার রাজনৈতিক মহলে তুঙ্গে গুঞ্জন। কী কারণে হঠাৎ এই মন্তব্য দলের রাজ্য সভাপতির? কী নিয়েই বা এমন সতর্কবাণী? তবে কি সাংসদ হিসেবে পার্থ ভৌমিকের কোনও ভুলত্রুটি নজরে এসেছে দলের? তাঁকে সতর্ক করলেন সুব্রত বক্সি? এমন হাজার প্রশ্ন উঠলেও বারাকপুর সংসদীয় এলাকার তৃণমূল নেতৃত্ব এনিয়ে একেবারে 'স্পিকটি নট'।

Advertisement

বুধবার নৈহাটি উৎসবের আমন্ত্রণ পেয়ে সেখানে গিয়েছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ''আমি পার্থকে যেটা বলতে চাই, পার্থ এমন কোনও ভুল যেন না করে যে ওকে সাংসদ পদ ছেড়ে বিধায়ক পদের জন্য লড়াই করতে হয়। ওকে অনুরোধ করব, সার্বিকভাবে ওকে সাংসদ হিসেবেই থাকতে হবে। আপনারা বুঝেছেন, পরবর্তী পর্যায়ে আগামিদিনে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন দিগন্ত শুরু হবে। আর তার একটা অংশ হবেন পার্থ। কাজেই তাঁকে এখন কাজ করতে হবে।''

কিন্তু কী কারণে সুব্রত বক্সির এমন মন্তব্য? আসলে বারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক অন্দরে কান পাতলে কদিন ধরেই শোনা যাচ্ছিল, তৃণমূল সমর্থকদের একাংশ চাইছে, পার্থ ভৌমিক সাংসদ পদ ছেড়ে আবার বিধানসভা নির্বাচনে লড়াই করুন, আবার মন্ত্রিত্বে ফিরুন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এমন দাবি উঠছিল এলাকাবাসীর তরফেই। তাঁদের কথা শুনে কি পার্থ সিদ্ধান্ত বদল করবেন? এই জল্পনা চলছিল। কিন্তু বুধবার নৈহাটি গিয়ে সুব্রত বক্সির মন্তব্যে স্পষ্ট, সাংসদ হিসেবেই কাজ চালিয়ে যাবেন পার্থ ভৌমিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পার্থ ভৌমিককে সতর্কবার্তা তৃণমূলের রাজ্য সভাপতির।
  • 'পার্থ এমন কোনও ভুল যেন না করে...', কেন বললেন সুব্রত বক্সি?
Advertisement