shono
Advertisement
Accident in Maldah

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা মালদহে, লরির ধাক্কায় মৃত টোটা চালক-সহ ৩

গুরুতর আহত টোটোর এক যাত্রী।
Published By: Paramita PaulPosted: 10:18 AM Mar 06, 2025Updated: 10:18 AM Mar 06, 2025

বাবুল হক, মালদহ: সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাণ গেল টোটো চালক-সহ মোট তিনজনের। গুরুতর আহত টোটোর এক যাত্রী। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার দেওতলা এলাকায়।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরের দিকে দেওতলা থেকে একটি টোটো গাজোলের দিকে যাচ্ছিল। টোটোতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কেউ সবজি, কেউ মাছ কিনতে আড়তে যাচ্ছিলেন। কিন্তু যাওয়ার পথে দেওতলা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে টোটোটি দুর্ঘটনার কবলে পড়ে। মালদা থেকে গঙ্গরামপুরগামী একটি লরি টোটোতে সজোরে ধাক্কা মারে পালিয়ে যায়। ধাক্কায় ঘটনাস্থলে টোটোটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই চালক-সহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়।

টোটোর এক যাত্রী গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এদিকে এই ঘটনার খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহ তিনটি উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। পরে ঘটনার তদন্ত শুরু করে। এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন আইএনটিটিইউসির গাজোল ব্লক সভাপতি অরবিন্দ ঘোষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা।
  • প্রাণ গেল টোটো চালক-সহ মোট তিনজনের।
  • গুরুতর আহত টোটোর এক যাত্রী।
Advertisement