shono
Advertisement

পাহাড়ে পুলিশের জালে গুরুংয়ের গাড়ির চালক, গ্রেপ্তার আরও ৩

সরকারি সম্পত্তি ভাঙচুর ও গন্ডগোল পাকানোর অভিযোগ। The post পাহাড়ে পুলিশের জালে গুরুংয়ের গাড়ির চালক, গ্রেপ্তার আরও ৩ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:38 PM Mar 07, 2018Updated: 07:27 PM Sep 13, 2019

সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: পাহাড়ে ফেরার মোর্চা নেতা বিমল গুরুংয়ের গাড়ি চালক-সহ ৪ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা হল সিদ্ধান্ত বিশ্বকর্মা, উদয় গুরুং, অরূপ প্রধান ও যোগেন রাই। তদন্তকারীরা জানিয়েছেন, বিমল গুরুংয়ের গাড়ি চালাতেন সিদ্ধান্ত। বাকিরা কাজ করতেন দার্জিলিংয়ে পাতলেবাসে মোর্চার সদর দপ্তরে। মঙ্গলবার রাতে সিদ্ধান্ত বিশ্বকর্মা, উদয় গুরুং ও অরূপ প্রধানকে দার্জিলিংয়ের তাকভর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। যোগেন রাই ধরা পড়েছে মালবাজারে।

Advertisement

[সরকারি বালিকা বিদ্যালয়ে মধুচক্রের আসর, চাঞ্চল্য উত্তরপাড়ায়]

বিমল গুরুং এখন অতীত। পাহাড়ে কর্তৃত্ব কায়েম করেছে বিনয় তামাং ও অনীত থাপা জুটি। গুরুংয়ে কোণঠাসা করতে একদা তাঁরই ঘনিষ্ঠ বিনয়কে জিটিএ-র কেয়ারটেকার সভাপতি পদে বসিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বশাসিত এই সংস্থায় পদ পেয়েছেন অনীত থাপাও। শান্তি ফিরেছে দার্জিলিংয়ে। গত বছরের মাঝমাঝি পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে তৎকালীন সভাপতি বিমল গুরুংয়ের নেতৃত্বে মোর্চার জঙ্গি আন্দোলনে তুমুল অশান্তি ছড়িয়েছিল পাহাড়ে। দেড় মাসেরও বেশি সময়ে ধরে চলেছিল বনধ। বনধ চলাকালীন আন্দোলনে নামে কার্যত পাহাড়ে তাণ্ডব চালিয়েছিলেন মোর্চা সমর্থকরা। সরকারি সম্পত্তি ভাঙচুর, আগুন লাগানো বাদ যায়নি কিছুই। মোর্চার সমর্থকের রোষের হাত থেকে রেহাই পায়নি রয়ভিলার মতো ঐতিহাসিক ভবনও। ঘটনায় বিমল গুরুংয়ের বিরুদ্ধে তদন্ত করছে সিআইডি। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদোহিতা বা UAPA ধারায় মামলা রুজু হয়েছে। রাজ্য সরকারের কড়া অবস্থানে একপ্রকার বাধ্য হয়ে পিছু হটেছেন একদা পাহাড়ের অধীশ্বর বিমল গুরুং। গ্রেপ্তারি এড়াতে পাহাড়ে-জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছে্ন তিনি। ফেরার এই নেতাকে ধরতে গিয়ে মোর্চা সমর্থকদের গুলি শহিদ হয়েছেন দার্জিলিং থানার এসআই অমিতাভ মালিক।

[মেদিনীপুর শহর লাগোয়া মুড়াকাটা গ্রামে বাঘের পায়ের ছাপ, ছড়াল আতঙ্ক]

বিমল গুরুংয়ের এখনও নাগাল পাওয়া যায়নি ঠিকই। তবে পাহা়ড়ে সরকারি সম্পত্তি ভাঙচুর ও গন্ডগোল পাকানোর জন্য গুরুংয়ের গাড়ির চালক সিদ্ধান্ত বিশ্বকর্মা-সহ চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত  উদয় গুরুং, অরূপ প্রধান ও যোগেন রাই পাতলেবাসে মোর্চার সদর দপ্তরের কর্মী ছিলেন। পুলিশের দাবি, পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে মোর্চার জঙ্গি আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত ছিল এই চারজন। মঙ্গলবার সিদ্ধান্ত, অরূপ ও উদয়কে দার্জিলিংয়ের তাকভর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মালবাজারে মেটেলি ব্লকে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল যোগেন রাই। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

[বিজেপির কার্যালয় গড়তে বাড়ি দখল, ভিটেমাটি হারিয়ে ধরনায় অসমের পরিবার]

The post পাহাড়ে পুলিশের জালে গুরুংয়ের গাড়ির চালক, গ্রেপ্তার আরও ৩ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement