shono
Advertisement
Birbhum

আধার-ভোটারে কাজ হল না, এবার 'বাংলাদেশি' তকমায় ওড়িশায় আটক বীরভূমের ৫ পরিযায়ী শ্রমিক!

আতঙ্কিত পরিবারের শ্রমিকদের সদস্যরা।
Published By: Suhrid DasPosted: 05:13 PM Nov 30, 2025Updated: 05:13 PM Nov 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশায় কাজ করতে গিয়ে ফের হেনস্থার শিকার হলেন বাংলার পরিযায়ী শ্রমিকরা! 'বাংলাদেশি' তকমা দিয়ে তাঁদের পুলিশ আটক করেছে বলে অভিযোগ। ওই শ্রমিকদের বাড়ি বীরভূমের নলহাটিতে। পাঁচ পরিযায়ী শ্রমিকের সব পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাঁদের 'অনুপ্রবেশকারী' হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ঘটনার কথা শ্রমিকদের পরিবারের সদস্যরা জানতে পেরেছেন। তাঁরাও আতঙ্কিত রয়েছেন।

Advertisement

নলহাটি ২ নম্বর ব্লকের ভগলদিঘি গ্রামের বাসিন্দা আবদুল আলিম শেখ, সেলিম শেখ, মনিরুল ইসলাম, আতাউর রহমান ও নুর আলম। তাঁদের পরিবারদের সূত্রে জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিক হিসেবে গত ২৫ জন ওড়িশায় কর্মরত। আগরপাড়া এলাকায় তাঁরা ঘরভাড়া করে থাকেন। গতকাল, শনিবার তাঁদের ভদ্রকের আগরপাড়া থানায় ডেকে পাঠানো হয়। তাঁরা থানায় গেলে 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' তকমা দেওয়া হয় বলে অভিযোগ। ভারতের বৈধ নাগরিক হিসেবে শ্রমিকরা তাঁদের সঙ্গে থাকা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড পুলিশকে দেখান। কিন্তু তারপরও তাঁদের ছাড়া হয়নি বলে অভিযোগ। ওই পাঁচজনকে বাংলাদেশি অভিযোগে আটক করা হয়! তাঁদের একটি ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। গোটা ঘটনায় প্রবল দুশ্চিন্তায় ওই শ্রমিকদের পরিবারের সদস্যরা।

১২টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও এসআইআর প্রক্রিয়া চলছে। ২০০২ সালের ভোটার তালিকায় কারও নাম আছে, অথবা পরিবারের অন্যান্য সদসের নাম আছে। তারপরও অনৈতিকভাবে তাঁদের আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় প্রশাসন তাঁদের ওড়িশা থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করুক। এমনই চাইছেন পরিবারের সদস্যরা। এই ঘটনা প্রথম নয়, ওড়িশায় গিয়ে মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর জেলার একাধিক পরিযায়ী শ্রমিক হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ। বাংলাদেশি অভিযোগে ওড়িশা পুলিশ বাংলার শ্রমিকদের ধারাবাহিকভাবে হেনস্থা করছে বলে অভিযোগ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওড়িশায় কাজ করতে গিয়ে ফের হেনস্থার শিকার হলে বাংলার পরিযায়ী শ্রমিকরা!
  • 'বাংলাদেশি' তকমা দিয়ে তাঁদের পুলিশ আটক করেছে বলে অভিযোগ।
  • ওই শ্রমিকদের বাড়ি বীরভূমের নলহাটিতে।
Advertisement