shono
Advertisement

মর্মান্তিক! অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গরম খিচুড়ির কড়াইয়ে পড়ে গেল ৫ বছরের শিশু

গরম কড়াইয়ে পড়ে শিশুর পিঠ ও ডানহাতের একাংশ পুড়ে গিয়েছে।
Posted: 03:55 PM Mar 01, 2024Updated: 03:55 PM Mar 01, 2024

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মর্মান্তিক ঘটনা ফ্রেজারগঞ্জ উপকূলীয় থানা এলাকায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (ICDS Centre) খেলতে খেলতে গরম খিচুড়ির কড়াইয়ে পড়ে গেল শিশু! মৌসুনীর বাগডাঙা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। দ্রুত ওই শিশুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ (Kakdwip) মহকুমা হাসপাতালে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। আতঙ্কে অভিভাবকরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিরাপত্তা নিয়ে উঠে গেল প্রশ্ন।

Advertisement

জানা যাচ্ছে, মৌসুনীর বাগডাঙায় কাজেহার মল্লিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার জায়গার কাছেই বন্ধুদের সঙ্গে খেলছিল পাঁচ বছরের শিশু (Child)। তার আগেই রাঁধুনি দীপ্তি মণ্ডল রান্না করে রেখে বাসন মাজতে গিয়েছিলেন। খেলতে খেলতেই শিশুটি গরম খিচুড়ির কড়াইয়ে পড়ে যায়। খবর পেয়ে তাকে সঙ্গে সঙ্গে মৌসুনী গ্রাম পঞ্চায়েতের প্রধান মানসী ভট্টাচার্য হাসপাতালে দ্রুত উদ্ধার করে প্রথমে গ্রামীণ হাসপাতালে নিয়ে ।যান। সেখান থেকে কাকদ্বীপ মহকুমার হাসপাতালে পাঠানো হয়। আপাতত শিশুর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

[আরও পড়ুন: ২ দিনের সফরে আজই বাংলায় মোদি, আরামবাগের সভা থেকে মুখ খুলবেন সন্দেশখালি নিয়ে?]

গরম কড়াইয়ে পড়ে শিশুর পিঠ পুড়ে গিয়েছে বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। ডান হাতের কবজির উপরেও পুড়েছে। তবে চিকিৎসার পর স্থিতিশীল রয়েছে শিশু। এই দুর্ঘটনায় (Accident) ব্যাপক আতঙ্ক তৈরি হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিরাপত্তা নিয়ে চিন্তিত অভিভাবকরা।

[আরও পড়ুন: রাজ্যসভাতেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দোরগোড়ায় এনডিএ, আরও চাপে বিরোধীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement