অর্ণব দাস, বারাকপুর: পুরভোটের আগে ফের উত্তপ্ত টিটাগড় (Titagarh)। বোমা বিস্ফোরণে গুরুতর জখম শিশু। হাতে এবং পায়ে গুরুতর চোট লেগেছে তার। কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন একরত্তি। বোমাটি কোথা থেকে ওই এলাকায় এল তা খতিয়ে দেখছে পুলিশ।
টিটাগড় থানার এমজি রোড পুরনো বাজার এলাকায় বিশ্বকর্মা মন্দিরের পিছনদিকে খেলা করছিল বছর চারেকের ওই শিশুটি। সেই সময় বিস্ফোরণের শব্দ পান স্থানীয়রা। ঘটনাস্থলে দৌড়ে যান প্রায় সকলেই। তাঁরা দেখেন, ঘটনাস্থল থেকে প্রায় কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শিশুটি। তার হাত ও পায়ে মারাত্মক চোট লেগেছে।
[আরও পড়ুন: দ্বিতীবার বিয়ে করছেন মদন মিত্র! চলছে দেদার কেনাকাটা]
উল্লেখ্য, এর আগে শুক্রবার একই কাণ্ড ঘটে উত্তর কলকাতার জোড়াবাগান থানা এলাকার মল্লিকবাড়ির কাছে পি কে টেগর স্ট্রিটেও। বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে সেখানে রীতিমতো উত্তেজনা ছড়ায়। বাড়ির সামনে বন্ধুবান্ধবদের সঙ্গে খেলা করছিল সঞ্জীব শ্রীবাস্তব নামে ওই কিশোর। সেই সময় বল একটু দূরে দু’টি বাড়ির মাঝখানে পরিত্যক্ত জায়গায় গিয়ে পড়ে। আবর্জনা সরিয়ে বল কুড়োতে যায় সে। আবর্জনার মাঝে পড়ে থাকা বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে সঞ্জীব শ্রীবাস্তব নামে ওই কিশোরের ডান হাত উড়ে যায়।