shono
Advertisement

WB Civic Polls 2022: ফের উত্তপ্ত টিটাগড়, বোমা বিস্ফোরণে গুরুতর জখম শিশু

একরত্তি বর্তমানে আরজি কর হাসপাতালে ভরতি।
Posted: 03:46 PM Feb 12, 2022Updated: 03:59 PM Feb 12, 2022

অর্ণব দাস, বারাকপুর: পুরভোটের আগে ফের উত্তপ্ত টিটাগড় (Titagarh)। বোমা বিস্ফোরণে গুরুতর জখম শিশু। হাতে এবং পায়ে গুরুতর চোট লেগেছে তার। কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন একরত্তি। বোমাটি কোথা থেকে ওই এলাকায় এল তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

টিটাগড় থানার এমজি রোড পুরনো বাজার এলাকায় বিশ্বকর্মা মন্দিরের পিছনদিকে খেলা করছিল বছর চারেকের ওই শিশুটি। সেই সময় বিস্ফোরণের শব্দ পান স্থানীয়রা। ঘটনাস্থলে দৌড়ে যান প্রায় সকলেই। তাঁরা দেখেন, ঘটনাস্থল থেকে প্রায় কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শিশুটি। তার হাত ও পায়ে মারাত্মক চোট লেগেছে।

[আরও পড়ুন: দ্বিতীবার বিয়ে করছেন মদন মিত্র! চলছে দেদার কেনাকাটা]

একরত্তিকে তড়িঘড়ি উদ্ধার করা হয়। প্রথমে বিএন বোস মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। তৃণমূলের দাবি, পুরভোটের আগে বোমা মজুত করে রেখেছিল বিজেপি। যদিও শাসকদলের দাবি অস্বীকার করেছে গেরুয়া শিবির। কোথা থেকে বোমাটি ঘটনাস্থলে এল, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, এর আগে শুক্রবার একই কাণ্ড ঘটে উত্তর কলকাতার জোড়াবাগান থানা এলাকার মল্লিকবাড়ির কাছে পি কে টেগর স্ট্রিটেও। বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে সেখানে রীতিমতো উত্তেজনা ছড়ায়। বাড়ির সামনে বন্ধুবান্ধবদের সঙ্গে খেলা করছিল সঞ্জীব শ্রীবাস্তব নামে ওই কিশোর। সেই সময় বল একটু দূরে দু’টি বাড়ির মাঝখানে পরিত্যক্ত জায়গায় গিয়ে পড়ে। আবর্জনা সরিয়ে বল কুড়োতে যায় সে। আবর্জনার মাঝে পড়ে থাকা বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে সঞ্জীব শ্রীবাস্তব নামে ওই কিশোরের ডান হাত উড়ে যায়।

[আরও পড়ুন: নজিরবিহীন ছবি বিধাননগরে! বুথে তৃণমূল ও বিজেপির মহিলা প্রার্থীদের মধ্যে হাতাহাতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার