সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঠিন সময়ে বন্ধুর পাশে দাঁড়িয়েছিলেন। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলতে রাজি হননি জেমাইমা রডরিগেজ। সেই বন্ধু, অর্থাৎ স্মৃতি মন্ধানা সম্প্রতি জানিয়েছেন, পলাশ মুছলকে বিয়ে করছেন না। ইতিমধ্যে সোশাল মিডিয়ায় পলাশকে আনফলো করে দিয়েছেন জেমাইমা-সহ অনেক ক্রিকেটার। এখানেই শেষ নয়। সম্প্রতি জেমাইমা ইনস্টাগ্রামে যে স্টোরি শেয়ার করেছেন, তা যেন স্মৃতির সমর্থনে। সেখানে রয়েছে একটি ইংরেজি গান- 'ম্যান আই নিড'।
গত ২৩ নভেম্বর গায়ক পলাশের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল স্মৃতির। বিয়ের আগের নানা অনুষ্ঠানও হয়ে যায়। কিন্তু বিয়ের দিন সকালেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। তখনই বিয়ে স্থগিত করে দেওয়া হয়। পলাশ নিজেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু পরে প্রকাশ্যে আসে বিয়ের অনুষ্ঠান চলাকালীনই নাকি এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় পলাশকে। ফাঁস হয়েছে অন্য এক মহিলার সঙ্গে পলাশের ঘনিষ্ঠ চ্যাটও। নেটিজেনদের বক্তব্য, সম্ভবত সেই কারণেই পলাশের সঙ্গে সম্পর্ক ভেঙেছেন স্মৃতি।
জেমাইমা নিজে গান করেন। তবে এবার তিনি গান ধরেননি। বরং ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকজনের গান শেয়ার করেছেন। যেখানে অলিভিয়া ডিনের জনপ্রিয় গান 'ম্যান আই নিড' গাইছিলেন তাঁরা। যে গানের অর্থ, এক প্রেমিকা বলছেন, একজন পুরুষ এগিয়ে এসে তাঁকে উপহার দিক। তাঁর সঙ্গে কথা বলুক। প্রেমিকা যেরকম চান, সেরকম ভাবে নিজেকে তুলে ধরুক। জেমাইমা এই গানটা শেয়ার করায় মনে করা হচ্ছে, এটা স্মৃতির পাশে দাঁড়ানোর জন্যই করেছেন।
জেমাইমা এ বছর বিগ ব্যাশে খেলছিলেন। স্মৃতির বিয়ে উপলক্ষে দিন দশেকের ছুটি নিয়ে দেশে ফিরছিলেন। কিন্তু বান্ধবীর এই পরিস্থিতিতে তিনি আর ফেরেননি অস্ট্রেলিয়ায়। নিজের দল ব্রিসবেন হিটকে তিনি জানিয়ে দেন, বান্ধবীর পাশে থাকতে চান, তাই আর বিগ ব্যাশে খেলতে যাবেন না। জেমাইমার সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছিল তাঁর দলও।
