shono
Advertisement
Panihati

'ভোটে কথা মতো কাজ না করলে খুন', পানিহাটির TMC কাউন্সিলরকে হুমকি ফোন

বছর তিনেক আগে পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি।
Published By: Tiyasha SarkarPosted: 12:09 AM Mar 24, 2025Updated: 12:09 AM Mar 24, 2025

অর্ণব দাস, বারাকপুর: রাত পোহালেই অর্থাৎ সোমবার পানিহাটি পুরসভার চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান। ঠিক তার আগেই ২৩নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে ফোনে খুনের হুমকি দেওয়ার অভিযোগ! বছর তিনেক আগে পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে খুনের ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল। ফের একই পুরসভার তৃণমূল কাউন্সিলরকে ফোনে খুনের হুমকির অভিযোগকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

জানা গিয়েছে, রবিবার এবিষয়ে ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলর সম্রাট চক্রবর্তী। তিনি জানিয়েছেন, শনিবার সন্ধ্যার পর শুরুতে +১৯ থাকা একটি নম্বর থেকে পরপর দু'বার ফোন যায় তাঁর কাছে। তাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাঁকে বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তাঁর নির্দেশ মেনে চলতে হবে। তা না হলে সম্রাটবাবুকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এবং তাঁর পুত্র তথা কাউন্সিলর তীর্থঙ্কর ঘোষকেও এই ব্যক্তিই হত্যার হুমকি দিয়েছিল বলে অভিযোগ। সম্রাটবাবু বিষয়টি জানাতেই পুলিশ তদন্ত শুরু করেছে বলে খবর।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশে চেয়ারম্যানের ইস্তফার ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন ধরেই চর্চায় পানিহাটি পুরসভা। দীর্ঘ জটিলতার পর নতুন চেয়ারম্যানকে বেছে নেওয়া হয়েছে। আগামিকাল শপথ নেবেন তিনি। তার ঠিক আগে এই হুমকি ফোনকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাত পোহালেই অর্থাৎ সোমবার পানিহাটি পুরসভার চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান।
  • ঠিক তার আগেই ২৩নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে ফোনে খুনের হুমকির অভিযোগ! বছর তিনেক আগে পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে খুনের ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল।
  • ফের একই পুরসভার তৃণমূল কাউন্সিলরকে ফোনে খুনের হুমকির অভিযোগে জোর চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement