রাজা দাস, বালুরঘাট: প্রবল মানসিক অবসাদের জের। নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী সিপিএম নেতা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সিপিএম নেতার নাম সামসুজ্জামান। বয়স ৭২ বছর। ২০০৩-২০০৮ সাল পর্যন্ত সিপিএমের হরিরামপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির পদ সামলেছেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। পরিবারের লোকজনের দাবি, সোমবার সকালে বাড়ির ছাদে গিয়ে নিজের পিস্তল দিয়ে বুকে গুলি চালিয়ে দেন তিনি।
[আরও পড়ুন: এক টুকরো মাংসের লোভ! ষষ্ঠশ্রেণির ছাত্রের নিম্নাঙ্গ ক্ষতবিক্ষত করে দিল সারমেয়র দল]
গুলির শব্দ শুনে পরিবারের লোকজন ছাদে গিয়ে দেখেন ওই সিপিএম নেতা মাটিতে লুটিয়ে পরে রয়েছেন। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হরিরামপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় হরিরামপুর থানায়। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এর নেপথ্যে শুধুই মানসিক অবসাদ, নাকি অন্য কিছু রয়েছে তা খতিয়ে দেখা হবে বলেঈই খবর।
