shono
Advertisement

কুকুরের কামড়ে জখম কমপক্ষে ৪৯ জন! তীব্র আতঙ্কে বাগদাবাসী

খবর দেওয়া হয়েছে বনদপ্তরকে।
Posted: 04:37 PM Dec 06, 2023Updated: 04:37 PM Dec 06, 2023

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: পথ কুকুরের কামড়ে আহত ৪৯ জন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বাগদায় (Bagda)। আতঙ্ক কাঁটা এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয়েছে বনদপ্তরকে।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধে থেকে বাগদার আশারু বাজার এলাকায় পথচলতি মানুষজন দেখলেই একটি কুকুর ঝাঁপিয়ে পড়ছিল। আঁচড়ে, কামড়ে তাদের ক্ষত-বিক্ষত করে দিচ্ছি কুকুরটি। বাদ পড়েনি মহিলা-শিশুরাও। এর পর জোকা, আমতলা, হেলেঞ্চা এলাকার বহু মানুষকেও আক্রমণ করে সে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৪৯ জনকে কামড়েছে কুকুরটি। সঙ্গে সঙ্গে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এখনও পর্যন্ত এলাকার প্রায় ৫০ জন ভ্যাকসিন নিয়েছে বলে খবর।

[আরও পড়ুন: টিকিয়াপাড়ায় লাইনচ্যুত বাগনান-হাওড়া লোকাল, বিঘ্নিত ট্রেন চলাচল, প্রবল ভোগান্তিতে যাত্রীরা]

এই ঘটনায় স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খোঁজ চলছে কুকুরটির। আতঙ্কিত স্থানীয়দের কথায়, “মানুষ দেখলেই কুকুরটি কামড়ে দিচ্ছিল। কেউ বাজার থেকে ফিরছিলেন, কেউ অন্যত্র যাচ্ছিলেন, সামনে যাকে পেয়েছে তার উপরই হামলা করেছে। এদিন যা ঘটল তাতে জীবনহানির মত ঘটনাও ঘটতে পারত।”

[আরও পড়ুন: প্রেমের টান! পরীক্ষা দেওয়ার নামে বাড়ি থেকে বেরিয়ে উধাও তিন ছাত্রী, তার পর…]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement