shono
Advertisement

গাড়ির ধাক্কায় মহানন্দা অভয়ারণ্যে মৃত্যু চিতাবাঘের, পর্যটকদের সর্তক হওয়ার আরজি বনপালের

মহানন্দা অভয়ারণ্যের মাঝে জাতীয় সড়ক থাকায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে বন্যপ্রাণীরা।
Posted: 12:22 PM Nov 11, 2020Updated: 12:29 PM Nov 11, 2020

শুভদীপ রায়নন্দী: সাতসকালে গাড়ির ধাক্কায় মৃত্যু হল মহানন্দা অভয়ারণ্যের একটি চিতাবাঘের (Leopard)। খবর পাওয়া মাত্রই প্রাণীটির দেহটি উদ্ধার করেন বনকর্মীরা। চলতি বছরের শুরুতেও গাড়ির ধাক্কায় প্রাণ গিয়েছিল এই অভয়ারণ্যের একটি চিতাবাঘের।

Advertisement

মহানন্দা অভয়ারণ্যের (Mahananda Wildlife Sanctuary) মাঝ দিয়েই গিয়েছে ৫৫ নম্বর জাতীয় সড়ক। বুধবার সকালে সেই জাতীয় সড়কের মুতিয়াদাড়া এলাকায় একটি চিতাবাঘের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় বনবিভাগে। সেখানকার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন। বনদপ্তরের অনুমান, কোনও চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে আনুমানিক ১ বছর বয়সী ওই চিতাবাঘটির।

[আরও পড়ুন: শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার পরামর্শ তৃণমূল সাংসদের, তুঙ্গে জল্পনা]

এবিষয়ে মহানন্দ অভয়ারণ্যে বনপাল বিমল দেবনাথ বলেন, “সকালে খবর পেয়ে চিতাবাঘটি দেহ উদ্ধার করা হয়েছে। পর্যটকদের কাছে আবেদন আপনারা মহানন্দা অভয়ারণ্যের ভিতর থেকে যাতায়াতের সময় বিশেষভাবে সতর্ক হন। একমাত্র আপনারা সতর্ক হলেই বন্যপ্রাণীদের বাঁচানো সম্ভব।” পাশাপাশি, এলাকার মানুষদেরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি। উল্লেখ্য, এই প্রথম নয়, অভয়ারণ্যের মাঝ বরাবর জাতীয় সড়ক থাকায় অনেক সময়ই দুর্ঘটনার কবলে পড়ে পশুরা। প্রাণহানির ঘটনাও ঘটে।

[আরও পড়ুন: বঙ্গে করোনা বিধি মেনে নির্বাচন হলে দিনের দিন বেরবে না ফলাফল! আশঙ্কা এমনই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার