shono
Advertisement

Breaking News

ফেসবুকে আপত্তিকর ছবি পোস্টের হুমকি, প্রেমিককে পুলিশের হাতে তুলে দিতে ফাঁদ পাতলেন তরুণী

অভিযুক্ত যুবক তরুণীর কাছ থেকে সবমিলিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় বলেও অভিযোগ।
Posted: 11:11 AM Oct 27, 2022Updated: 11:11 AM Oct 27, 2022

শান্তনু কর, জলপাইগুড়ি: সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি পোস্টের হুমকি। প্রতারক প্রেমিককে পুলিশ ডেকে ধরিয়ে দিলেন প্রেমিকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। ধৃতকে বুধবার আদালতে তোলা হয়। তাকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

Advertisement

জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জলপাইগুড়ির বাসিন্দা এক তরুণীর সঙ্গে পাটনার বাসিন্দা এক তথ্যপ্রযুক্তি কর্মী পীযূষ মিশ্রের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে ঘনিষ্ঠতা। অভিযোগ, সম্পর্কের সুযোগ নিয়ে তরুণীকে ব্ল্যাকমেল শুরু করে যুবক। তাঁর কিছু ছবি ফেসবুক থেকে সংগ্রহ করে যুবক। সেই ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। আত্মসম্মান রক্ষার তাগিদে ওই যুবকের দাবিমতো মোটা টাকাও দেন তরুণী। 

[আরও পড়ুন: সুকান্ত অপসারণ নিশ্চিত! শুভেন্দুর সভাপতি হওয়ার পথে এখন মূল কাঁটা RSS]

ইতিমধ্যে যুবকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন তিনি। অভিযোগ, তা সত্ত্বেও যুবক বিভিন্নভাবে তাঁকে উত্যক্ত করতে থাকে। অন্য কোনও পথ না পেয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন তরুণী। জলপাইগুড়ি সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। প্রাক্তন প্রেমিককে পুলিশের হাতে তুলে দিতে নিজেই ফাঁদ পাতেন। ফের দেখা করার অছিলায় তাকে জলপাইগুড়ি ডেকে এনে পুলিশের হাতে তুলে দেন তরুণী।

বুধবার ধৃত যুবককে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। সরকারি আইনজীবী মৃন্ময় বন্দোপাধ্যায় বলেন, “ওই যুবক কিছু ছবি ফেসবুক থেকে সংগ্রহ করে। সেগুলি নানা সফটওয়্যারের মাধ্যমে এডিট করে প্রেমিকাকে পাঠায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেয় অভিযুক্ত। তরুণীর কাছ থেকে সবমিলিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। যুবতী সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই পুলিশের জালে অভিযুক্ত।” 

[আরও পড়ুন: কালী প্রতিমা বিসর্জনে গিয়ে মদ্যপদের সঙ্গে বচসার জের, দমকল কর্মীকে কুপিয়ে ‘খুন’ কৃষ্ণনগরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement