বাবুল হক, মালদহ: মেয়ের বিয়ের টাকা জোগাড়ে ভিনরাজ্যে শ্রমিকের কাজে গিয়েছিলেন মালদহের শ্রমিক। দিনক্ষণ পাকা করতে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। বাড়িও ফিরলেন। কিন্তু কফিনবন্দি হয়ে! কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। ঘটনাস্থল মালদহের (Malda) হরিশ্চন্দ্রপুর।
জানা গিয়েছে, মালদহের হরিশ্চন্দ্রপুরের কুশিদার বাসিন্দা আজিদুল হক (৪৫)। সামনেই ছিল মেয়ের বিয়ে। খরচ জোগাতে পাঞ্জাবে শ্রমিকের কাজে গিয়েছিলেন তিনি। মেয়ের বিয়ে দেওয়ার জন্য চলতি সপ্তাহেই বাড়ি ফিরে আসার কথা ছিল তাঁর। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার কর্মস্থল থেকে মোটরবাইক নিয়ে নিজের বাড়ির দিকে ফিরছিলেন ওই ব্যক্তি। সেই সময় পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। পাঞ্জাব পুলিশ দেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। বুধবার গ্রামে ফেরে কফিনবন্দি দেহ।
[আরও পড়ুন: ১০ বছরে উন্নয়নের জোয়ার অভিষেকের, ভোটবাক্সে প্রতিদান দিতে প্রস্তুত ডায়মন্ড হারবারবাসী?]
আজিদুলের কফিনের সামনে দাঁড়িয়ে মালদহ জেলা পরিষদের সদস্যা মর্জিনা খাতুন বলেন, "বাবা চলে গেলেন বলে মেয়েটার বিয়েটা আটকে গেল। আমরা কথা দিচ্ছি, আজিদুলের মেয়ের বিয়ের ব্যবস্থা করতে সব রকম সাহায্য করব।" ভিনরাজ্যে পাড়ি দিয়ে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনা নতুন নয়। প্রায়ই এই ধরনের ঘটনা ঘটছে। প্রসঙ্গত, মৃত আজিদুলের দুই মেয়ে এবং এক ছেলে। তাঁর মধ্যে এক মেয়ের বিয়ের কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। মেয়ের বিয়ের জন্য আরও কিছু টাকা দরকার ছিল। সেই টাকা জোগাড়ের তাগিদেই পাড়ি দিয়েছিলেন পাঞ্জাবে।