shono
Advertisement

মূক-বধির নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার TMC পঞ্চায়েত সদস্যের ভাই

অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নাবালিকার পরিবার।
Posted: 02:09 PM May 25, 2023Updated: 02:11 PM May 25, 2023

বাবুল হক, মালদহ: মূক-বধির নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। কাঠগড়ায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের ভাই। নক্কারজনক ঘটনাটি ঘটেছে মালদহ (Malda) মোথাবাড়ি থানার পঞ্চনন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে কংগ্রেস ও বিজেপি। দল কোনওভাবেই অভিযুক্তদের পাশে থাকবে না বলে সাফ জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।

Advertisement

জানা গিয়েছে,মূক ও বধির নাবালিকা চলতি মাসের ২২তারিখ তার কাকার বাড়ি যাচ্ছিল। পথে ধৃত মাসুম-সহ বেশ কয়েকজন ওই নাবালিকার মুখে গামছা বেঁধে তুলে নিয়ে যায় হাঁকি মাস্টারের ফাঁকা বাড়িতে। সেখানে তাকে মাসুম ধর্ষণ করে বলে অভিযোগ। কোনওরকমে নাবলিকা পালিয়ে বাড়ি ফেরে। তার আচরণে সন্দেহ হওয়ায় মা নাবালিকাকে প্রশ্ন করে। এরপরই আকারে ইঙ্গিতে নাবালিকা গোটা ঘটনাটি জানায়। এরপরই পরিবারের সদস্যরা মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত মাসুমকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: জামাইষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন কী বলছে হাওয়া অফিস]

দক্ষিণ মালদহ জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী বলেন, “আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা। কিন্তু তৃণমূলের নেতা কর্মীরা যেভাবে খুন ধর্ষণে যুক্ত হয়ে পড়ছে, সেটা ভাবার বিষয়। তাহলে মুখ্যমন্ত্রী কী বলছেন। তিনি প্রতিটা মিটিংয়ে অনেক বড়বড় কথা বলেন। প্রশাসনকে নির্দেশ দেন। কিন্তু সবই ভুয়ো নির্দেশ। তাঁর কথা কেউ শুনছে না।” তৃণমূলের জেলা সহ-সভাপতি শুভময় বসু বলেন,”দল কোনওভাবেই অভিযুক্তদের পাশে থাকবে না যথাযোগ্য আইনি ব্যবস্থা নেওয়া হবে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের।”

[আরও পড়ুন: আমবাগান থেকে BJP নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাঠগড়ায় তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার