shono
Advertisement

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনের আসামির রহস্যমৃত্যু, বিষ খেয়ে আত্মহত্যা বলে অনুমান

মুক্ত সংশোধনাগারে ছিল নদিয়ার রশিদ শেখ৷ The post যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনের আসামির রহস্যমৃত্যু, বিষ খেয়ে আত্মহত্যা বলে অনুমান appeared first on Sangbad Pratidin.
Posted: 05:30 PM May 11, 2019Updated: 05:30 PM May 11, 2019

পলাশ পাত্র, তেহট্ট: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনের আসামির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল নদিয়ার পলাশিপাড়া থানা এলাকার ছোট নলদায়৷ শনিবার সকালে উদ্ধার হওয়া মৃতদেহের পরিচয় জানার পরই তদন্তে নেমেছে পুলিশ৷ প্রাথমিক অনুমান, বিষ খেয়ে আত্মহত্যা করেছে ওই ব্যক্তি৷

Advertisement

[আরও পড়ুন: ব্রাত্য পুরুষ, দেওয়াল লিখন থেকে বুথ এজেন্টের দায়িত্বে তৃণমূলের নারী ব্রিগেড]

পুলিশ সূত্রের খবর, মৃতের নাম রশিদ শেখ৷ বয়স ষাটের উপরে৷ পলাশিপাড়া থানা এলাকার কুলগাছির বাসিন্দা রশিদ একটি খুনের মামলার আসামি৷ যাবজ্জীবন কারাবাসের সাজা হয়েছে৷ ১৪ বছর ধরে সে জেলবন্দি৷ কয়েক বছর আগে মুর্শিদাবাদের লালগোলা মুক্ত সংশোধনাগারে ছিল রশিদ৷ সেই সূত্রে পরিবারের বাসিন্দারা কুলগাছিয়া ছেড়ে লালগোলাতেই থাকছিলেন৷ সাধারণত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কোনও আসামি ১০ বছর কারাবাসে থাকার পর তার আচার-আচরণ সংশোধিত হয়েছে বলে মনে হলে, পরিবারের সদস্যদের আবেদনের ভিত্তিতে মুক্ত সংশোধনাগারে পাঠানো নিয়ে সিদ্ধান্ত নিতে পারে জেল কর্তৃপক্ষ৷ সেখানে দিনভর বন্দি অবস্থায় থাকতে হয় না৷ যে যার মতো কাজ করতে পারে, সন্ধের পর সবাইকে সেলে ফিরে যেতে হয়৷ তবে কোনও আসামি যথাযোগ্য সংশোধিত হলে, তবেই মুক্ত সংশোধনাগারে যাওয়ার অনুমতি মেলে৷ রাজ্যে এমন মুক্ত সংশোধনাগারের সংখ্যা মাত্র চার৷ লালগোলা, দুর্গাপুর, রায়গঞ্জ এবং মেদিনীপুর৷

[আরও পড়ুন: বসিরহাটে বহিরাগতদের দিয়ে দাঙ্গার নেপথ্যে বিএসএফ, হাড়োয়ায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী]

রশিদ শেখের ক্ষেত্রেও তেমনই হয়েছে৷ দোষী সাব্যস্ত হওয়ার পর টানা ১০ বছর সে ছিল সংশোধনাগারে৷ এরপর পরিবারের আবেদনের ভিত্তিতে তার আচরণ সংশোধনমূলক মনে হওয়ায় তাকে লালগোলা মুক্ত সংশোধনাগারে পাঠানো হয়৷ সেই থেকে রশিদ সেখানেই থাকে৷ লালগোলা শহরেই থাকে পরিবারও৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পরিবারের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হওয়ায় সংশোধনাগার কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিজের কুলগাছির বাড়িতে ফিরেছিল রশিদ৷ স্বামী বাড়ি ফিরেছে, খবর পেয়ে স্ত্রীও গিয়ে পৌঁছান কুলগাছিতে৷ সন্ধের পর রশিদ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরে না৷ শনিবার সকালে বাড়ি থেকে দু কিলোমিটার দূরে ছোট নলদা এলাকার এক গাছতলায় তার মৃতদেহ উদ্ধার হয়৷ খবর দেওয়া হয় পলাশিপাড়া থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মহত্যা করেছে রশিদ৷ এমন ঘটনায় পরিবারে শোকের ছায়া৷

The post যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনের আসামির রহস্যমৃত্যু, বিষ খেয়ে আত্মহত্যা বলে অনুমান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement