shono
Advertisement

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত উলুবেড়িয়া, ভোটের আগে ফের খুন তৃণমূল কর্মী

লাঠিসোঁটা, ধারালো অস্ত্রের কোপে তৃণমূল কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ৷ The post রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত উলুবেড়িয়া, ভোটের আগে ফের খুন তৃণমূল কর্মী appeared first on Sangbad Pratidin.
Posted: 09:44 AM Mar 24, 2019Updated: 09:48 AM Mar 24, 2019

মণিরুল ইসলাম: লোকসভা নির্বাচনের ঠিক আগেই  আবারও রাজ্যে খুন হলেন এক তৃণমূল কর্মী৷ এবার ঘটনাস্থল উলুবেড়িয়ার রাজাপুর থানার কমলাচক৷ এই ঘটনার নেপথ্যে গেরুয়া শিবিরের ইন্ধন রয়েছে বলেই অভিযোগ শাসকদলের৷ যদিও বিজেপির খুনের তত্ত্ব মানতে নারাজ৷ তাঁদের পালটা দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব৷

Advertisement

[কীর্তনের আসরে ‘প্রেম বিলিয়ে’ জনসংযোগ বাবুলের]

গোবিন্দ প্রামাণিক নামে ওই ব্যক্তি উলুবেড়িয়ার কমলাচকের বাসিন্দা৷ পেশায় অটোচালক ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে জড়িত৷ শনিবার রাত ন’টা নাগাদ অটো চালিয়ে বাড়ি ফিরছিলেন বছর পঁয়ত্রিশের গোবিন্দ৷ অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন যুবক তাঁর পথ আটকায়৷ সকলেরই হাতে ছিল লাঠিসোঁটা এবং ধারালো অস্ত্রশস্ত্র৷ জোর করে থামান হয় গোবিন্দর অটো৷ অটো থেকে নামিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় তাঁকে৷ চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়রা জড়ো হয়ে যান৷ গোবিন্দকে রাস্তায় ফেলে রেখেই পালিয়ে যায় অভিযুক্তরা৷ রক্তাক্ত অবস্থায় গোবিন্দকে উদ্ধার করেন স্থানীয়রা৷ তড়িঘড়ি তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে ততক্ষণে সব শেষ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ কে বা কারা খুন করল গোবিন্দকে, তা নিয়ে চলছে অভিযোগ-পালটা অভিযোগের পালা৷

নিহতের পরিজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিজেপি নেতাকর্মীরা হুমকি দিত তাঁকে৷ প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে গোবিন্দকে৷ তাই তাঁদের সন্দেহ খুনের নেপথ্যেও রয়েছে গেরুয়া শিবিরের ইন্ধন৷ স্থানীয় তৃণমূল নেতানেত্রীর অভিযোগ, নির্বাচনের আগে এলাকায় আতঙ্কের বাতাবরণ তৈরি করার জন্যই গোবিন্দকে খুন করিয়েছে বিজেপি৷ যদিও গেরুয়া শিবিরের তরফে এই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে৷ বরং গোবিন্দর খুনের পিছনে শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করছে বিজেপি৷

[প্রচারমঞ্চে মায়ের ছবি উপহার পেয়ে আবেগতাড়িত মুনমুন সেন]

রাজাপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন নিহত গোবিন্দের পরিজনরা৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লাঠি এবং ধারালো অস্ত্রের কোপেই মারা গিয়েছেন ওই তৃণমূল কর্মী৷ তবে ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক বিবাদে খুন করা হয়েছে গোবিন্দকে, তা এখনও স্পষ্ট নয়৷ আপাতত ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা৷

The post রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত উলুবেড়িয়া, ভোটের আগে ফের খুন তৃণমূল কর্মী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement