সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম করে বিয়ে করেছিলেন দু’জন। কিন্তু আট মাসও টিকল না সম্পর্ক। পণের দাবিতে স্ত্রীকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অনুষা (২২)। তাঁর সঙ্গে পরমেশ কুমার নামে ওই যুবকের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত আট মাস আগে তাঁদের বিয়ে হয়। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই দু’জনের মধ্যে বিবাদ শুরু হয়। পণের দাবিতে প্রায়ই অনুষাকে তাঁর স্বামী মারধর করতেন বলে অভিযোগ। সম্প্রতি পরিস্থিতি চরমে ওঠে। মৃত্যুর দু’দিন আগে অনুষা তাঁর বাপের বাড়িতে চলে যান। কিন্তু তারপরই সেখানে পৌঁছয় পরমেশ। প্রতিশ্রুতি দেন আর কখনও ঝগড়া-অত্যাচার করবেন না। এরপর অনুষা ফিরে আসেন। কিন্তু বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই ফের দু’জনের অশান্তি শুরু হয়। এই ঘটনার দিন দুয়েক পর অনুষাকে প্রকাশ্যে বেধড়ক মারধর করেন পরমেশ। অভিযোগ, রাস্তায় ফেলে তরুণীকে চড় এবং তাঁর পেটে একাধিকবার লাথি মারেন পরমেশ। এরপর চেলাকাঠ এনে অনুষার মাথায় পর পর আঘাত করেন বলে অভিযোগ। তরুণীর চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। কোনও মতে অনুষাকে সেখান থেকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পরই পুলিশে অভিযোগ দায়ের করেন মৃতার দাদা। অভিযোগে নাম রয়েছে পরমেশের মায়েরও। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
