সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হরমনপ্রীত, স্মৃতিরা বিশ্বকাপ জেতার পর ভারতে মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা আকাশছোঁয়া। বিশ্বজয়ের পর মাসখানেক হয়ে গেলেও ভারতীয় দলের সাফল্যে এখনও মজে আসমুদ্রহিমাচল। এই আবহে ভাইরাল এক খুদে কাশ্মীরি ক্রিকেটকন্যা। তাকে দেখে এতটাই মুগ্ধ হয়েছেন স্মৃতি মন্ধানা যে, তাকে বিশেষ বার্তাও দিলেন।
পরিচালক কবীর খান সম্প্রতি কাশ্মীর গিয়েছিলেন। সেখানে গিয়ে খুঁজে পান এক খুদে তারকাকে। তার নাম আরু। তিনি দেখেন, বাড়ির কাছে অনুশীলনে মগ্ন সে। জানতে পারেন, সেই খুদে ক্রিকেটারের আদর্শ ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। এর পর সোশাল মিডিয়ায় তার ছবি পোস্ট করেন '৮৩' সিনেমার পরিচালক। সেই পোস্ট ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
পোস্টে কবীর খান লেখেন, 'কাশ্মীরে ক্যামেরা নিয়ে হাঁটা আমাকে সবসময় জাদুকরী মুহূর্ত উপহার দেয়। যেমন আরুর মতো কিশোরী মেয়েটি। সে আমাকে বলেছে, স্মৃতি মন্ধানা ওর প্রিয় খেলোয়াড়। আমি আশা করি, স্মৃতি এই পোস্টটি দেখতে পাবে। অথবা ছেলেদের খেলার মাঠে সে যখন ছক্কা হাঁকাবে, তা সোজা উপত্যকা দিয়ে ঝিলামের জলে গিয়ে পড়বে।'
পোস্ট নজরে পড়ে স্মৃতির। তিনি লেখেন, 'ছোট্ট আরুকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। ওর হয়ে আমিও গলা ফাটাব। এ কথা ওকে বলে দিও।' খুদে কাশ্মীরি কন্যাকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরাও। উল্লেখ্য, ব্যক্তিগত ধাক্কা সামলে ক্রিকেটকে সম্বল করেই হৃদয়ভঙ্গের যন্ত্রণা ভুলতে চান স্মৃতি। সেই মতোই অনুশীলনে নেমে পড়েছেন। আর রবিবার বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমবার মাঠে নেমে পড়েছেন এক নম্বর ওয়ানডে ক্রিকেটার।
