shono
Advertisement

খুদে পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ, শ্রীরামপুরে পুলিশের গাড়ি ভাঙচুর অভিভাবকদের

গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে। The post খুদে পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ, শ্রীরামপুরে পুলিশের গাড়ি ভাঙচুর অভিভাবকদের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:47 PM Aug 27, 2019Updated: 08:06 PM Aug 27, 2019

দিব্যেন্দু মজুমদার, হুগলি: এবার স্কুলে যৌন হেনস্থার শিকার কেজি ওয়ানের এক পড়ুয়া। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হুগলির শ্রীরামপুরের ভট্টাচার্য বাগান এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মীরাও। দীর্ঘক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে।

Advertisement

[আরও পড়ুন: ‘সমবায় ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিন’, হুগলির বৈঠক থেকে জনপরিষেবায় নির্দেশ মমতার]

জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই মঙ্গলবারও নির্দিষ্ট সময়েই ক্লাস শুরু হয় শ্রীরামপুরের নওগাঁর ভট্টাচার্য বাগানের বিবেকানন্দ অ্যাকাডেমিতে। ক্লাস শুরুর পর স্কুলের গেটের কাছে অপেক্ষা করছিলেন অভিভাবকেরা। আচমকাই তাঁদের নজরে পড়ে কেজি ওয়ানের এক ছাত্রীকে কোলে বসিয়ে অশালীন আচরণ করছেন স্কুলেরই এক নিরাপত্তারক্ষী। সঙ্গে সঙ্গে ধৃতকে হাতেনাতে ধরতে ছুটে যান অভিভাবকরা। সকলকে দেখতে পেয়েই বাচ্চাটিকে রেখে চম্পট দেয় অভিযুক্ত। এরপরই নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে অভিযোগ জানাতে প্রধান শিক্ষকের কাছে যান অভিভাবকরা। অভিযোগ, কার্যত কারও কথায় কর্ণপাতই করেননি প্রধান শিক্ষক। কোনও কথা শুনতেই চাননি তিনি। এরপর স্কুলের তরফেই গোটা ঘটনাটি থানায় জানানো হয়।

খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ স্কুলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেই রণক্ষেত্রের চেহারা নেয় স্কুল। অভিভাবকেরা দাবি জানান, অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দিতে হবে। বাধা এড়িয়ে অভিযুক্তকে উদ্ধার করতে গেলে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় অভিভাবকেরা। পুলিশ কর্মীদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন তাঁরা। দীর্ঘক্ষণের চেষ্টার পর স্বাভাবিক হয় পরিস্থিতি। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে। স্কুলের সিভিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এ প্রসঙ্গে স্কুলের চেয়ারম্যান তমাল হাজরা বলেন, “স্কুলের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে সবরকম সাহায্য করতে তৈরি আমরা।”

[আরও পড়ুন:‘আমি খুন করলে বংশলোপ করে দেব’! ফের বেলাগাম দিলীপ ঘোষ]

The post খুদে পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ, শ্রীরামপুরে পুলিশের গাড়ি ভাঙচুর অভিভাবকদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার