নিরুফা খাতুন: বড়দিনের আগে দক্ষিণবঙ্গে উধাও শীত! আগামী কয়েকদিনের মধ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য বাড়বে! তবে বড়দিনের আগে পারদ ফের নামতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও, উত্তরে ভরপুর শীত থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ-সাত দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আজ, বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। সকাল-সন্ধ্যা শীতের আমেজ সামান্য কমবে। দিনের বেলা শীতের অনুভূতি অনেকটাই কমবে। সকালে হালকা কুয়াশা। দিনভর মূলত আকাশ পরিষ্কারই থাকবে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস। বড়দিন থেকে তাপমাত্রা কমতে পারে।
তাপমাত্রা বেড়েছে কলকাতারও। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে। রাতের তাপমাত্রা ১ ডিগ্রি বেড়েছে। আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। উইকেন্ডে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। আবহাওয়া শুষ্কই থাকবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যে শীতের আমেজ কমবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে ভরপুর শীত। সকালে হালকা কুয়াশার সম্ভাবনা। পরে পরিষ্কার আকাশ। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের নিচের দিকে জেলা অর্থাৎ মালদহ ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
