shono
Advertisement

বর-সন্তান ছেড়ে ফের বিয়ে! দ্বিতীয় স্বামীকে নিয়ে গ্রামে ঢুকতেই মেয়েকে এলোপাথাড়ি কোপ বাবার

পলাতক অভিযুক্ত।
Posted: 06:17 PM Apr 18, 2022Updated: 06:39 PM Apr 18, 2022

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: প্রথম স্বামী ও সন্তানকে ছেড়ে ফের বিয়ে করেছে মেয়ে। দ্বিতীয় স্বামীকে তিনি নিয়ে বাপের বাড়ির এলাকায় যেতেই ঘটে গেল ভয়ংকর কাণ্ড। মেয়ে ও নতুন জামাইয়ের উপর চড়াও হলেন বাবা। এলোপাথাড়ি তাঁদের কোপানো হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ (Bangaon) এলাকায়। ঘটনার পর থেকে উধাও অভিযুক্ত। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

জানা গিয়েছে, ওই তরুণীর নাম জিনিয়া সরকার। উত্তর ২৪ পরগনার বনগাঁর নয়াকামার গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। বারাসতের নীলগঞ্জ এলাকার এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। প্রথম দিকে সবটা স্বাভাবিক ছিল। ওই দম্পতির একটি পুত্র সন্তানও রয়েছে। শোনা গিয়েছে, বেশ কিছু আগে গোপালনগরের বাসিন্দা কৃষ্ণ মিস্ত্রি নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় জিনিয়ার। ক্রমেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। এরপর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তাঁরা। এরপর কৃষ্ণকে বিয়ে করেন জিনিয়া। যা পরিবারের কেউ মেনে নিতে পারেনি।

[আরও পড়ুন: ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু দেগঙ্গার ৫ যুবকের, অসুস্থ হয়ে হাসপাতালে আরও ৪]

গতকাল অর্থাৎ রবিবার দ্বিতীয় স্বামীকে নিয়ে বাপের বাড়ির গ্রামে ঘুরতে যান জিনিয়া। এই খবর পেয়েই বধূর বাবা অরুণ সরকার মেয়ে ও জামাইয়ের উপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয়। জিনিয়ার মাথায় ও পিঠে কোপ লাগে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। জখম হন কৃষ্ণও। তড়িঘড়ি আহত দুজনকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জিনিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। কৃষ্ণ মিস্ত্রিকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় এখনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

[আরও পড়ুন: ভোটপ্রচারের টাকা নয়ছয়! হারের পরই আসানসোলের বিজেপি কার্যালয়ে ধুন্ধুমার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার