shono
Advertisement
Kulpi

বর্ষশেষে পিকনিকে গিয়ে ঘরে ফেরা হল না, নদীতে স্নানের সময় তলিয়ে গেলেন তরুণ

ওই তরুণের খোঁজে তল্লাশি চলছে। বছরের শেষে কান্নার রোল ওই পরিবারে।
Published By: Suhrid DasPosted: 06:44 PM Dec 30, 2024Updated: 07:01 PM Dec 30, 2024

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: পিকনিকের আনন্দ নিমেষে ম্লান হয়ে গেল। জলে নামার সঙ্গে সঙ্গেই চোখের সামনে ঢেউয়ে ভেসে গেল এক বন্ধু। চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারলেন না অন্যরা। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া খবরে, বছর ১৮-এর সত্যজিৎ মণ্ডল বন্ধুদের সঙ্গে হুগলি নদীর ধারে পিকনিক করতে গিয়েছিলেন। তাঁদের প্রত্যেকের বাড়িই কুলপি ব্লকের নিশ্চিন্তপুরের চাকুন্দবেড়িয়া গ্রামে। বেলার দিকে শুরু হওয়া পিকনিকে রান্নাবান্না চলছিল। দুপুরের দিকে কয়েক জন বন্ধু হুগলি নদীতে স্নান করতে নামেন। তাঁরা প্রত্যেকেই সাঁতার জানেন বলেও খবর। কিন্তু তা সত্ত্বেও ঘটে গেল বিপত্তি। ঢেউয়ের তোড়ে ভেসে গেলেন সত্যজিৎ।

জানা গিয়েছে, তাঁরা জলে নেমে স্নান করছিলেন। নদীর পাড় ঘেঁসেই একটি বড় জাহাজ সেসময় যান। জাহাজ যাওয়ার কারণে বড় ঢেউ নদীতে দেখা যায়। সেই ঢেউয়েই সকলে দিশেহারা হয়ে গিয়েছিলেন। অন্যরা কোনওক্রমে তীরে উঠলেও ওই তরুণ পারেননি। নিমেষে জলের তোড়ে তিনি ভেসে যান।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পিকনিকে উপস্থিত অন্যান্যদের জিজ্ঞাসাবাদ চলে। দুর্ঘটনার খবর সত্যজিতের বাড়িতে পৌঁছলে কান্নার রোল ওঠে। স্থানীয়রাও নদীর পাড়ে গিয়ে ভিড় করেছিলেন। ওই তরুণের খোঁজে নদী ও আশপাশের এলাকাগুলিতে তল্লাশি চালানো হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পিকনিকের আনন্দ নিমেষে ম্লান হয়ে গেল।
  • জলে নামার সঙ্গে সঙ্গেই চোখের সামনে ঢেউয়ে ভেসে গেল এক বন্ধু।
  • চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারলেন না অন্যরা।
Advertisement