shono
Advertisement
Shubhman Gill

গুজরাটে ৪৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারি, সিআইডি সমনের মুখে শুভমান গিল

আরও তিনজন তারকা ক্রিকেটার এই চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে জড়িত।
Published By: Anwesha AdhikaryPosted: 03:07 PM Jan 02, 2025Updated: 04:12 PM Jan 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত শুভমান গিল! আরও তিনজন তারকা ক্রিকেটার এই চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে জড়িত বলে সূত্রের খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ৪৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে চার ক্রিকেটার জড়িত। তাঁদের সকলকেই সমন পাঠাতে চলেছে সিআইডি। এই চিটফান্ডের অন্যতম কিংপিনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে বলে খবর। 

Advertisement

ক্রিকেট মাঠে শুভমানের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। দীর্ঘদিন বড় রান পাচ্ছেন না। বাদ পড়তে হয়েছে মেলবোর্ন টেস্ট থেকে। তবে শোনা যাচ্ছে, বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে হয়তো ফের জাতীয় দলে ফিরতে পারেন গিল। কিন্তু সেই ম্যাচ খেলতে নামার আগেই বড়সড় ধাক্কা খেলেন তিনি। চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে তারকা ক্রিকেটারের নাম জড়িয়ে গেল।

কেবল শুভমান নয়, গুজরাট টাইটান্সে তাঁর সতীর্থ সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া এবং মোহিত শর্মার নামও জড়িয়েছে ওই চিটফান্ড কেলেঙ্কারিতে। গুজরাটের এক সংবাদপত্র সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে চিটফান্ড চক্রের চাঁই ভূপেন্দ্রসিং জালাকে জেরা করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময়েই তিনি জানান, ওই চিটফান্ডে বিনিয়োগ করেছিলেন শুভমান-সহ চার ক্রিকেটার। সবমিলিয়ে ১ কোটি ৯৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন শুভমান। বেশ বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছিলেন বাকি তিন ক্রিকেটারও।

কিন্তু বিনিয়োগ করেও কোনও মুনাফা পাননি এই চার ক্রিকেটার। কেবল শুভমানরাই নন, প্রতারণার শিকার হয়েছেন ১১ হাজার বিনিয়োগকারী। জেরার সময়ে জালা জানিয়েছেন, ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত গোটা গুজরাটে মোট ১৭টি অফিস খুলেছিলেন তিনি। চড়া হারে মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১১ হাজার বিনিয়োগকারী জোগাড় করে ফেলেন। কিন্তু শেষ পর্যন্ত কাউকেই মুনাফার অর্থ দেওয়া হয়নি। সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে গত ২৭ ডিসেম্বর আটক করা হয় জালাকে। তদন্তের জন্যই সমন পাঠানো হতে পারে শুভমান-সহ ৪ ক্রিকেটারকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্রিকেট মাঠে শুভমানের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। দীর্ঘদিন বড় রান পাচ্ছেন না।
  • কেবল শুভমান নয়, গুজরাট টাইটান্সে তাঁর সতীর্থ সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া এবং মোহিত শর্মার নামও জড়িয়েছে ওই চিটফান্ড কেলেঙ্কারিতে।
  • শুভমানরাই নন, প্রতারণার শিকার হয়েছেন ১১ হাজার বিনিয়োগকারী।
Advertisement