shono
Advertisement

Breaking News

South 24 Parganas

৫০ টাকার মাংস নিয়ে বচসা! ক্রেতার হাতে 'খুন' বিক্রেতা

প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে।
Published By: Tiyasha SarkarPosted: 05:52 PM May 05, 2025Updated: 05:52 PM May 05, 2025

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ৫০ টাকার মাংস নিয়ে বচসার জের! ক্রেতার হাতে 'খুন' বিক্রেতা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানার অন্তর্গত রানিয়ার বিদিরায়। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব মৃতার পরিবারের সদস্যরা।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম শেখ আবদুল। তিনি সাইকেল নিয়ে এলাকায় এলাকায় ঘুরে মাংস বিক্রি করতেন। এদিন মাংস বিক্রি করতে বিদিরায় গিয়েছিলেন তিনি। অভিযুক্ত আনসুরের পরিবারের সদস্যরা তাঁর কাছে যায়। তাঁরা ৫০ টাকার মাংস চায় বলে সূত্রের খবর। কিন্তু আবদুল জানায় ৫০ টাকার মাংস দেওয়া যাবে না। এরপরই কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অশান্তি চরমে ওঠে। আবদুল ও আনসুর হাতাহাতিতে জড়িয়ে পড়ে। গুরুতর জখম হন আবদুল।

রক্তাক্ত অবস্থায় আবদুলকে উদ্ধার করে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরই তাঁর পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয় নোদাখালি থানায়। ইতিমধ্যেই দেহ ময়নতন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৫০ টাকার মাংস নিয়ে বচসার জের! ক্রেতার হাতে 'খুন' বিক্রেতা।
  • ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানার অন্তর্গত রানিয়ার বিদিরায়।
  • অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব মৃতার পরিবারের সদস্যরা।
Advertisement