দেবব্রত মণ্ডল, বারুইপুর: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। গ্রেপ্তার প্রতিবেশী যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের (Narendrapur) বোড়াল এলাকায়। ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের বাসিন্দা ওই নাবালিকা। রবিবার বাড়িতে একাই ছিল সে। সেই সুযোগকে কাজে লাগানোর ফন্দি আঁটে প্রতিবেশী রাজু মালি। অভিযোগ, নাবালিকাকে যৌন নির্যাতন করে যুবক। এর পর বাড়িতে কাউকে কিছু না জানানোর জন্য হুমকিও দেয় সে। প্রথমে ভয়ে চুপচাপ ছিল নাবালিকা। তা দেখে সন্দেহ হয় পরিবারের। তাঁরা জানতে চান কী ঘটেছে। এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে নাবালিকা। গোটা বিষয়টা পরিবারের সদস্যদের কাছে জানান। রাতেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।
এই ঘটনায় প্রবল শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার-প্রতিবেশীরা। উল্লেখ্য, আর জি কর কাণ্ডে তোলপাড় বাংলা। অভিযুক্তদের শাস্তির দাবিতে পথে গোটা বাংলা। তার পরও নিয়মিত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নারী নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসছে। নরেন্দ্রপুরে ফের একইঘটনার পুনরাবৃত্তি তুলে দিচ্ছে বহু প্রশ্ন।