shono
Advertisement

‘ইডি-সিবিআই কাঁচকলা করেছে’, সন্দেশখালির শাহজাহানকে গ্রেপ্তারি প্রসঙ্গে দাবি অভিষেকের

আপাতত শান্ত সন্দেশখালি। সিবিআই হেফাজতে শেখ শাহজাহান। জেলবন্দি তাঁর শাগরেদ উত্তম সর্দার, শিবু হাজরা। সন্দেশখালি কাণ্ডের পর এই প্রথমবার বসিরহাটে পা রেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইডি, সিবিআই কাঁচকলা করেছে।"
Posted: 04:13 PM Mar 20, 2024Updated: 11:44 PM Mar 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত শান্ত সন্দেশখালি। সিবিআই হেফাজতে শেখ শাহজাহান। জেলবন্দি তাঁর শাগরেদ উত্তম সর্দার, শিবু হাজরা। সন্দেশখালি কাণ্ডের পর এই প্রথমবার বসিরহাটে পা রেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইডি, সিবিআই কাঁচকলা করেছে।”

Advertisement

গত ৫ জানুয়ারি, সন্দেশখালির সরবেড়িয়ার আকুঞ্জপাড়ায় শেখ শাহজাহানের (Shahjahan Sheikh) বাড়িতে হানা দেয় ইডি। সেখানে গিয়ে আক্রান্ত হন তিন আধিকারিক। শাহজাহান অনুগামীদের হামলায় ঝরে রক্ত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়িতেও ব্যাপক ভাঙচুর করা হয়। সন্দেশখালির শাহজাহানের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। বিঘার পর বিঘা জমি, ভেড়ি দখলের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রয়েছে নারী নির্যাতনের অভিযোগও। দফায় দফায় অশান্তির আগুন জ্বলে সন্দেশখালির বিভিন্ন প্রান্তে। উত্তপ্ত পরিস্থিতির  মাঝে গত ২৯ ফেব্রুয়ারি ভোররাতে গ্রেপ্তার হন শাহজাহান। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।  গ্রেপ্তারির প্রায় মাসখানেকের মধ্যে  লোকসভা নির্বাচনী (Lok Sabha 2024) জনসভায় বসিরহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। স্বাভাবিকভাবেই তাঁর বক্তব্যে উঠে আসে শেখ শাহজাহানের গ্রেপ্তারির প্রসঙ্গ।

[আরও পড়ুন: শান্তনু গাঁজাখোর, ভোট দেবেন না! কেন্দ্রীয় মন্ত্রীকে বেনজির আক্রমণ দলেরই বিধায়কের, ভাইরাল অডিও]

তিনি বলেন, “শেখ শাহজাহানকে ইডি, সিবিআই গ্রেপ্তার করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করেছে। সুদীপ্ত সেনকে ইডি, সিবিআই গ্রেপ্তার করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করেছে। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তৃণমূল। ব্রিজভূষণের বিরুদ্ধে শারীরিক হেনস্তার অভিযোগ করেছেন কুস্তিগিররা, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? বড় বড় পদ দিয়ে বসিয়ে রেখেছে।” অভিষেকের বক্তব্যে এদিন উঠে আসে শেখ শাহজাহানের শাগরেদ উত্তম, শিবুদের কথাও। তিনি বলেন, “উত্তম সর্দার, শিবু হাজরাকে গ্রেপ্তারের পর ১৫ দিন হয়ে গিয়েছে। সিবিআই হেফাজতে নেওয়ার আবেদনই করেনি। নারী নির্যাতন রোখা ওদের লক্ষ্য নয়। লক্ষ্য তৃণমূলের বিরুদ্ধে প্রচার করা। আমি আজ বলে দিলাম ৪দিন পর হয়তো ওদের হেফাজতে চাইবে। নাটক করবে। বাংলার মানুষের বিরুদ্ধে অশুভ শক্তি কাজ করছে। ইডি-সিবিআই কাঁচকলা করেছে। আর বাংলার মানুষের কাঁচকলা করবে।” যত ইডি-সিবিআই বাংলায় আসবে, লড়াই ততই তীব্রতর হবে বলেও হুঁশিয়ারি অভিষেকের।

[আরও পড়ুন: আচমকা বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি সব্যসাচী চক্রবর্তী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার