shono
Advertisement

Breaking News

Abhishek Banerjee

ইটাহারে গাড়ির ছাদে দাঁড়িয়ে জনসংযোগ অভিষেকের, দুই দিনাজপুরকে বিরোধী শূন্য করার ডাক 

মহারাষ্ট্রে জেল থেকে ফেরা পরিযায়ী শ্রমিকের সঙ্গেও এদিন দেখা করেন অভিষেক।
Published By: Kousik SinhaPosted: 05:48 PM Jan 07, 2026Updated: 08:26 PM Jan 07, 2026

শংকরকুমার রায়, রায়গঞ্জ: হাতে আর মাত্র কয়েকটা মাস! সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই 'যতই করো হামলা, আবার জিতবে বাংলা' এই কর্মসূচিকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উত্তর থেকে দক্ষিণ, একের পর এক জেলায় ছুটে যাচ্ছেন। সেই লক্ষ্যেই এদিন ইটাহারে যান ডায়মন্ড হারবারের সাংসদ। একদিকে সেখানে মহারাষ্ট্রে জেল থেকে ফেরা পরিযায়ী শ্রমিকের সঙ্গে দেখা করেন, অন্যদিকে গাড়ির ছাদে উঠে জনসংযোগ করতেও দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

Advertisement

প্রচারের জন্য নির্দিষ্ট গাড়ি নয়, তাঁর গাড়ির ছাদে উঠে কখনও রাস্তার দু'ধারে দাঁড়ানো মানুষের উদ্দেশে হাত নাড়তে থাকেন। আবার কখনও গোলাপের পাপড়ি ছুঁড়ে দেন। শুধু তাই নয়, সেখান থেকে ২৬ এ চতুর্থবার তৃণমূল কংগ্রেসের সরকার গড়ার ডাক দেন অভিষেক। পাশাপাশি ফিস্কড করে দেন টার্গেটও।

এদিন রোড শো শেষ করে বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একযোগে কমিশন এবং বিজেপিকে তীব্র আক্রমণ শানান তিনি। শুধু তাই নয়, বাংলায় কথা বলার অপরাধে যেভাবে ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্তা করা হচ্ছে তা নিয়েও সরব হন। অভিষেক বলেন, ''বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হয়েছে। বাংলা থেকে অসুরদের তাড়াতে একজোট হয়ে লড়াই করতে হবে।'' এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে ইটাহারের রাস্তার দু'ধারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাঁদের উদ্দেশ্যে তৃণমূল সাংসদ বলেন, ''এটা তো শুধুই ট্রেলার, আগামিদিনে ওদের সিনেমা দেখাতে হবে।''

শুধু তাই নয়, ইটাহারে দাঁড়িয়ে এদিন টার্গেটও ফিক্সড করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, ''উত্তর দিনাজপুরে ৯টা এবং দক্ষিণ দিনাজপুরের ৬টা আসন। অর্থাৎ ১৫-০ করতে হবে।'' তবে আগামী নির্বাচনে ইটাহার থেকে সবথেকে বেশি লিড পাওয়া যাবে বলেও এদিন মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বলে রাখা প্রয়োজন, এদিন প্রথমে বালুরঘাটে পৌঁছেই মহারাষ্ট্রে জেল থেকে ফেরা পরিযায়ী শ্রমিকের সঙ্গে দেখা করেন তিনি। দুঃসহ দিনের অভিজ্ঞতার কথা অভিষেকের কাছে বলেন তাঁরা। সেসব ভয়ংকর অভিজ্ঞতার কথা শুনে কার্যত শিউরে ওঠেন অভিষেক। বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, “কারও চোখের জল বিফলে যাবে না।”

শুধু তাই নয়, অভিষেক আরও বলেন, “পার্টি, পলিটিক্স পরে হবে। আমাদের তো একটা দায়িত্ব আছে। রাজনীতি করতে গিয়ে ১০ কোটি মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া ঠিক নয়। কার স্বার্থসিদ্ধি হচ্ছে আমি জানি না। মানুষের চোখের জল বিফলে যাবে না। একদিন না একদিন অভিশাপ লাগবেই।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২৬ এ চতুর্থবার তৃণমূল কংগ্রেসের সরকার গড়ার ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
  • একযোগে কমিশন এবং বিজেপিকে তীব্র আক্রমণ
Advertisement