shono
Advertisement
Chakdaha

পুলিশ-এসটিএফের যৌথ অভিযান, চাকদহে উদ্ধার প্রায় ২০ হাজার বোতল ফেনসিডিল

ঘটনায় বনগাঁর এক বাসিন্দা-সহ তিনজনকে আটক করছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 10:46 AM Jan 17, 2025Updated: 10:52 AM Jan 17, 2025

সুবীর দাস, কল্যাণী: এসটিএফ ও পুলিশের যৌথ অভিযানে নদিয়ার চাকদহ থেকে উদ্ধার বিপুল পরিমাণে ফেনসিডিল। ১২ নম্বর জাতীয় সড়কে আটক করা হয় দুটি গাড়ি। ভিতর থেকে উদ্ধার হয় ১৯৭টি বাক্স। যাতে ১৯৭০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। ঘটনায় বনগাঁর এক বাসিন্দা-সহ তিনজনকে আটক করছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের কাছে গোপনসূত্রে খবর আসে চাকদহ থানার অন্তর্গত মহানালা এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে দুটি কন্টেনারে বিপুল পরিমাণে ফেনসিডিল পাচার করা হচ্ছে। এসটিএফ ও রানাঘাট পুলিশ জেলার আধিকারিকরা এলাকায় যৌথ অভিযান চালান। জাতীয় সড়কে সন্দেহজনক দুটি কন্টেনার আটকায় পুলিশ।

একটি কন্টেনারে সামনের দিকে বোঝাই ছিল অসংখ্য কাপড়ের টুকরো। ঠিক তার পেছনে ছিল প্রচুর ফেনসিডিল। একইভাবে দ্বিতীয় কন্টেনারের সামনের দিকে কাঁচা বাদাম বোঝাই বস্তার পেছনে ছিল ফেনসিডিলের বোতলগুলি। তল্লাশি শুরু করতেই ১৯৭টি বাক্সে প্রতিটি ১০০টি ফেনিসিডিল উদ্ধার হয়।

ঘটনায় কৃষ্ণ রায় নামে বনগাঁর গেরাপোতা এলাকার এক ব্যক্তি-সহ গাড়ির চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, ফেনসিডিল গুলি প্রয়াগরাজ থেকে আনা হচ্ছিল। পুলিশের অনুমান, সেগুলি বনগাঁ বর্ডার দিয়ে বাংলাদেশে পাচার করার ছক ছিল পাচারকারীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসটিএফ ও পুলিশের যৌথ অভিযানে নদিয়ার চাকদহ থেকে উদ্ধার বিপুল পরিমাণে ফেনসিডিল।
  • ১২ নম্বর জাতীয় সড়ক থেকে আটক করা হয় দুটি গাড়ি।
  • ভিতর থেকে উদ্ধার হয় ১৯৭টি বাক্স। যাতে ১৯৭০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
Advertisement