shono
Advertisement

বাড়ির সামনে লরির চাকায় পিষে মৃত্যু খুদের, এলাকাবাসীর বিক্ষোভে অবরুদ্ধ জাতীয় সড়ক

পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
Posted: 01:53 PM Dec 26, 2023Updated: 01:53 PM Dec 26, 2023

বাবুল হক, মালদহ: সাতসকালে দুর্ঘটনা। মালদহের (Malda) হরিশ্চন্দ্রপুরে গতির বলি এক খুদে। বাড়ির সামনে লরির চাকায় পিষে মৃত্যু হল চারবছরের শিশুকন্যার। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। অবরুদ্ধ হয়ে পড়ে তুলসীহাটা-কুশিদা রাজ্যসড়কের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মারাডাঙ্গি। দীর্ঘক্ষণ পর পুলিশের মধ্যস্থতায় আয়ত্তে আসে পরিস্থিতি।

Advertisement

জানা গিয়েছে, মৃত শিশুর নাম মরিয়ম নেশা (৪)। মঙ্গলবার সকালে ন’টার সময় মারাডাঙ্গি গ্রামে বাড়ির সামনেই দাঁড়িয়েছিল মরিয়ম। সেই সময় দ্রুত গতিতে কুশিদার দিক থেকে একটি লরি ছুটে আসছিল। বেপরোয়া ওই লরিই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মরিয়মকে চাকায় পিষে দেয় বলে অভিযোগ। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে ঘাতক লরিটিকে আটকে রাস্তায় ব্যারিকেড করে অবরোধ শুরু করে উত্তেজিত জনতা। ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তাঁদের ঘিরেও চলে বিক্ষোভ।

[আরও পড়ুন: শহরে শাহ-নাড্ডা, তবু কোর কমিটির বৈঠকে নেই ‘জাত গোখরো’ মিঠুন]

এদিকে সাতসকালে ছোট সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন দিনমজুর বাবা-মা। বাবা শাহেনশাহ আলি বলেন, “বেপরোয়া লরির দাপটে আজকে আমি মেয়েকে হারালাম। পুলিশ এই রাস্তায় উপর লরির দাপট নিয়ন্ত্রণে না আনলে আরও অনেক প্রাণ অকালে চলে যাবে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘাতক লরিটি ঝাড়খণ্ডের। লরিটিকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

[আরও পড়ুন: লাইনের উপর পড়ে ওভারহেডের তার! বিঘ্নিত আসানসোল-হাওড়া ট্রেন চলাচল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement