shono
Advertisement

সর্বত্র শক্তি নেই বলেই প্রার্থী নেই কংগ্রেসের, সন্ত্রাসের অভিযোগের মধ্যেই স্বীকার অধীরের

কেন্দ্রীয় বাহিনী এলে সমস্যা কোথায়? প্রশ্ন অধীর।
Posted: 12:19 PM Jun 18, 2023Updated: 01:07 PM Jun 18, 2023

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর ও কান্দি: সারা বাংলায় সমান শক্তি নেই কংগ্রেসের (Congress)। তাই নির্দিষ্ট কয়েকটি জেলা ছাড়া কংগ্রেসের পক্ষে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি। শনিবার এই কথা স্বীকার করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি (Adhir chowdhury)। তবে কংগ্রেস যে হারে শক্তি বৃদ্ধি করছে, তাতে সারা বাংলায় পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে দেরি হবে না বলেও দাবি করেন তিনি।

Advertisement

রবিবার বহরমপুরে (Baharampur) জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরি বলেন, ‘‘সব জায়গায় সঙ্ঘবদ্ধ প্রতিরোধ করে তোলা সম্ভব হয়নি বলেই মুর্শিদাবাদের (Murshidabad) গিরিয়া-সেকেন্দ্রায় প্রার্থী দিতে পারেনি কংগ্রেস।’’ অন্যদিকে অধীর বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী যাতে না আসে, তার জন্য সুপ্রিম কোর্টে (Supreme Court) যাচ্ছে রাজ্য। কেন্দ্রীয় বাহিনী এলে সমস্যা কোথায়? কেন্দ্রীয় বাহিনী এলে সারা পশ্চিমবঙ্গ সাগরদিঘি হবে।’’ তিনি বলেন, ‘‘উন্নয়ন যদি হয়ে থাকে তাহলে ভয় কিসের! কারও পৈত্রিক টাকায় স্বাস্থ্যসাথী প্রকল্প হচ্ছে না।’’ কেন্দ্রীয় বাহিনী নিয়ে কংগ্রেসও সুপ্রিম কোর্টে যাবে বলে হুংকার ছাড়েন অধীর চৌধুরি।

[আরও পড়ুন: গর্জনই সার, নিজের বিধানসভা এলাকার প্রত্যেক বুথে প্রার্থীই দিতে পারলেন না শুভেন্দু]

উল্লেখ্য, ভোটের (Bengal Panchayat Election 2023) দিনক্ষণ ঘোষণা হতে না হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে। মনোনয়ন পর্বে ঝরেছে রক্ত। প্রাণহানিও ঘটেছে। তাতেই উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যে অশান্তির বিরোধিতায় কড়া বার্তাও দিয়েছেন তিনি। ভাঙড়, ক্যানিংয়ের অশান্ত এলাকাও পরিদর্শন করেছেন। আর এবার রাজভবনে ‘পিস রুম’ খোলা হল। সরাসরি ওই ‘পিস রুমে’ ফোন করে অথবা ই-মেলের মাধ্যমে জানানো যাবে অভিযোগ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ০৩৩-২২০০১৬৪১ নম্বরে ফোন এবং OSD2w.b.governor@gmail.com এই আইডিতে মেল করে যাবতীয় অভিযোগ জানানো যাবে।রাজ্যপাল সেই অভিযোগ রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের কাছে পাঠাবেন। রাজভবনের ‘পিস রুম’ নিয়ে রাজনৈতিক মহলে জোর তরজা। 

[আরও পড়ুন: মনোনয়ন জমার পরেও মেলেনি দলীয় প্রতীক, জেলা কার্যালয়ে বিক্ষোভ TMC কর্মীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement