মহাপ্রভু চৈতন্যের টানে মায়াপুরে অখিলেশ যাদব, ‘রাজনীতি চাই না’, বার্তা ইসকন কর্তৃপক্ষের

08:09 PM Mar 19, 2023 |
Advertisement

This browser does not support the video element.

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: দলের জাতীয় সম্মেলন উপলক্ষে টানা ৩ দিন কলকাতায়। একাধিক রাজনৈতিক কর্মসূচি সেরে রবিবার সন্ধেবেলা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির  সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav) ছুটলেন মায়াপুরে, ইসকন মন্দিরে। সঙ্গে দলের সর্বভারতীয় সহ-সভাপতি কিরণময় নন্দ এবং দলের অন্যান্য নেতা। ইসকন (ISKON) মন্দির দর্শন করে আপ্লুত অখিলেশ। পুজো দিলেন, আরতি দেখলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ”শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রীকৃষ্ণ ভগবান দর্শন করে আশীর্বাদ নিতে এসেছি। সব ঘুরে দেখলাম। দারুণ লাগল।” আর ইসকন কর্তৃপক্ষের বক্তব্য, কোনও রাজনীতির কথা যেন না হয়।

Advertisement

মায়াপুর ইসকন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান হিসেবে পরিচিত। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষজন ছুটে আসেন চৈতন্যদেবের প্রেমের বাণীর টানে। মায়াপুরে সবসময়ই নানা জায়গার মানুষের ভিড়। রবিবার সেই জনসমাগমের মধ্যেই গিয়ে পৌঁছন জাতীয় স্তরের অন্যতম নেতা অখিলেশ যাদব। মন্দির প্রাঙ্গণে তাঁকে স্বাগত জানান ইসকনের প্রতিনিধিরা। মায়াপুরে (Mayapur) এসে প্রথমে চন্দ্রোদয় মন্দির দর্শন করার পর সমাধি মন্দিরে যান অখিলেশ যাদব। পুজো দেওয়ার পাশাপাশি গোটা মন্দির ঘুরে দেখেন তিনি। তারপর সন্ধ্যা আরতি দর্শন করেন।

[আরও পড়ুন: আইএসএল চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল মোহনবাগান? কোন পুরস্কার কার দখলে?]

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেন, ”শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রীকৃষ্ণ ভগবানকে দর্শন করে আশীর্বাদ নিতে এসেছি। মায়াপুরের কথা অনেক শুনেছি। এবারই প্রথম এলাম। এখানে এসে চৈতন্যদেব, শ্রীকৃষ্ণের কথা, এখানকার মাহাত্ম্যের কথা সব শুনলাম। খুব ভাল লাগল।” যদিও রাজনীতির বিষয়ে কোনও কথা বলতে চাননি অখিলেশ। সন্ধ্যারতি দর্শন করে ফের কলকাতার উদ্দেশে রওনা দেন অখিলেশ ও তাঁর সঙ্গীরা।

[আরও পড়ুন: ফের বিমানে ধূমপান, শৌচাগারে ঢুকে সুখটান! গ্রেপ্তার ইন্ডিগোর যাত্রী]

তাঁদের আগমন নিয়ে ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, ”এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই আসেন। অখিলেশ যাদবও এসেছেন। আমরা ওঁকে স্বাগত জানিয়েছি। তবে রাজনীতির কথা এখানে যেন না হয়।”

This browser does not support the video element.

Advertisement
Next