shono
Advertisement
Nimta

নিমতায় নাবালিকাকে ভাড়া বাড়িতে ডেকে গণধর্ষণ! গ্রেপ্তার বন্ধু-সহ ৪

নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে বলেই জানিয়েছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 09:40 PM Feb 08, 2025Updated: 09:40 PM Feb 08, 2025

অর্ণব দাস, বারাকপুর: বন্ধুর ডাকে সাড়া দেওয়াই কাল! নিমতায় গণধর্ষণের শিকার বছর সাতেরোর নাবালিকা ছাত্রী। প্রথম দিন মাদক খাইয়ে এবং পরের দিন গর্ভনিরোধক ওষুধ খাওয়ানোর নাম করে ডেকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই নাবালক-সহ চারজনের বিরুদ্ধে।অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা দমদমের বাসিন্দা। সে একাদশ শ্রেণির ছাত্রী। গত মঙ্গলবার নাবালক বন্ধুর ডাকে নিমতার ফরিদপুর পল্লিতে ওই বন্ধুর এক পরিচিতর বাড়িতে যায় সে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা এলাকার বাসিন্দা অভিযুক্ত উনতিরিশ বছর বয়সি সিরাজুল আলি মণ্ডল ওরফে ভিকি, বছর আটতিরিশের কওসর আলি মণ্ডল ওরফে আকাশ। ছিল নির্যাতিতার বন্ধু ও আরও এক নাবালক।

অভিযোগ, সেখানেই তাকে মদ্যপান করিয়ে গণধর্ষণ করা হয়। বুধবার ওই নাবালিকাকে গর্ভনিরোধক ওষুধ খাওয়ানোর নাম করে ডেকে ফের গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ। লজ্জায়, ভয়ে নির্যাতিতা একথা কাউকে জানায়নি। তবে গত বৃহস্পতিবার ফের ছাত্রীকে ওই ভাড়া বাড়িতে ডাকলে পরিবারের সদস্যদের সমস্ত ঘটনা জানায় সে। এরপরই নির্যাতিতার বাবা নিমতা থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করলে ধরা পড়ে অভিযুক্তরা। ইতিমধ্যেই নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে বলেই জানিয়েছে পুলিশ।

এদিকে সিরাজুল ও আকাশকে বারাকপুর আদালতে পেশ করা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। শুক্রবার নাবালকদের পাকড়াও করে জুভেনাইল আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বন্ধুর ডাকে সাড়া দেওয়াই কাল! নিমতায় গণধর্ষণের শিকার বছর সাতেরোর নাবালিকা ছাত্রী।
  • প্রথম দিন মাদক খাইয়ে এবং পরের দিন গর্ভনিরোধক ওষুধ খাওয়ানোর নাম করে ডেকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই নাবালক-সহ চারজনের বিরুদ্ধে।
  • অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement