shono
Advertisement
Nadia

বস্তাভর্তি আধার কার্ড, ব্যাঙ্কের নথি পোড়ানোর অভিযোগ! এসআইআর আবহে শান্তিপুরে রহস্য

ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
Published By: Kousik SinhaPosted: 05:21 PM Dec 31, 2025Updated: 05:21 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে চলছে এসআইআরের শুনানি পর্ব! এর মধ্যেই বস্তাভর্তি আধার কার্ড, ব্যাঙ্কের নথি পুড়িয়ে ফেলার অভিযোগ। এমনকী পোড়ানো হচ্ছিল পোস্ট অফিসের নথিপত্রও। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার শান্তিপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তিপুর থানার পুলিশ। কেন আধার কার্ড, ব্যাঙ্কের নথি পোড়ানো হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনায় একজনকে আটক করা হয়েছে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। অন্যদিকে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে শান্তিপুর পুরসভাও।

Advertisement

স্থানীয়দের দাবি, বুধবার সকালে পরিত্যক্ত একটি জায়গায় বস্তাভর্তি একাধিক কাগজ পোড়াতে দেখা যায় এক ব্যক্তিকে। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হতেই ঘটনাস্থলে তাঁরা গিয়ে দেখেন, আধার কার্ড, পোস্ট অফিসের নথিপত্র এবং ব্যাঙ্কের নথি পোড়ানো হচ্ছে। কিন্তু কেন এই বিষয়ে প্রশ্ন করা হলে ওই ব্যক্তি কোনও উত্তর দিতে পারেননি বলেই দাবি স্থানীয়দের। যা নিয়ে সন্দেহ তৈরি হয়! তবে স্থানীয়দের কারো কারোর দাবি, ওই ব্যক্তির ছেলে আগে শান্তিপুর পোস্ট অফিসে কর্মরত ছিলেন। কিন্তু এখন সেখানে নেই। কিন্তু তাঁর কাছে বস্তাভর্তি আধার কার্ড, ব্যাঙ্কের নথি কীভাবে আসল তা নিয়ে প্রশ্ন স্থানীয়দের। ফলে পুরো ঘটনা নিয়ে তৈরি হয় রহস্য! 

এরপরেই বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হন স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে আটক করে। অন্যদিকে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পুলিশও তদন্ত শুরু করেছে। আসল তথ্য সামনে আসবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement