shono
Advertisement

আজব কাণ্ড! বন্ধ রেলগেট ভেঙে লাইনে দাঁড়িয়ে তাণ্ডব দাঁতালের

ক্লিক করে দেখুন সেই রোমহর্ষক ভিডিও। The post আজব কাণ্ড! বন্ধ রেলগেট ভেঙে লাইনে দাঁড়িয়ে তাণ্ডব দাঁতালের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:17 PM Feb 26, 2017Updated: 03:17 PM Feb 26, 2017

ব্রতীন দাস: আজব কাণ্ড!

Advertisement

ট্রেন আসছে৷ রেলগেট বন্ধ রয়েছে৷ কিন্তু তাতে ডোণ্ট কেয়ার৷ জঙ্গল থেকে বেরিয়ে দুলকি চালে হেঁটে এসে বন্ধ রেলগেট শুঁড়ে তুলে সটান লাইনের উপর দাঁড়িয়ে পড়ল সে৷ ওদিকে ততক্ষণে ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে৷ যে কোনও মুহূর্তে চলে আসতে পারে ট্রেন। ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। নিমেষের মধ্যে ছিন্নভিন্ন করে দিতে পারে শরীর। কিন্তু মত্ত দাঁতালের সেসবে কোনও ভ্রূক্ষেপ নেই৷ নিজের খেয়ালে লাইনের উপর দাঁড়িয়ে কখনও শুঁড়ে পেঁচিয়ে, কখনও পা দিয়ে দুমড়ে, ধাক্কা মেরে লেভেল ক্রসিং ভাঙার চেষ্টা চালিয়ে যেতে থাকে সে৷

যতক্ষণ না ‘মিশন সাকসেস’ হল চলতেই থাকল দাপাদাপি৷ তার পর আপন খেয়ালে আবার যাত্রা জঙ্গল পথে৷ মত্ত হাতির নানা কাণ্ড-কারখানা দেখে অভ্যস্ত ডুয়ার্সের বাসিন্দারা৷ কিন্তু এবার যা দেখলেন তা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না তাঁরা, এমনটাই বক্তব্য চাপড়ামারির বাসিন্দাদের৷ নাগরাকাটার খুনিয়া মোড় থেকে ঝালং যাওয়ার পথে চাপড়ামারির জঙ্গলের মধ্যেই রয়েছে রেলের ওই লেভেল ক্রসিং৷ রেলকর্মীরা জানিয়েছেন, আগেও বেশ কয়েকবার এলাকায় দেখা গিয়েছে দাঁতালটিকে৷ লাইন পারাপারও করেছে৷ তবে এভাবে কোনওদিন লেভেল ক্রসিং ভাঙেনি৷ ঘটনায় রীতিমতো অবাক তাঁরা৷ সবচেয়ে বেশি আতঙ্ক, যদি ট্রেন চলে আসত৷ তা হলে তো আবার বিপদের শেষ থাকত না৷ ওই রেলওয়ে ক্রসিংয়ে কর্মরত এক রেলকর্মী গোটা ঘটনার ভিডিও করেছেন।

দেখে নিন রোমহর্ষক ভিডিও-

The post আজব কাণ্ড! বন্ধ রেলগেট ভেঙে লাইনে দাঁড়িয়ে তাণ্ডব দাঁতালের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement