shono
Advertisement
IIT Kharagpur

ফের আইআইটি খড়গপুরে ছাত্রের মৃত্যু! ঝুলন্ত দেহ ঘিরে ঘনাচ্ছে রহস্য

খুন না কি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 02:40 PM Jan 12, 2025Updated: 03:41 PM Jan 12, 2025

অংশুপ্রতিম পাল, খড়গপুর: ফের আইআইটি খড়গপুরে এক ছাত্রের রহস্যমৃত্যু। রবিবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট ভাবে এখনও কিছুই জানা যায়নি। খুন না কি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ছাত্রের নাম শাওন মল্লিক। তিনি কলকাতার কসবা এলাকার বাসিন্দা। খড়গপুর আইআইটির ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং শাখার তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। রবিবার সকালে খগড়পুরের আজাদ হল থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। আনা হয়েছে স্নিফার ডগও।

ছেলের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। মেধাবী ছাত্রের মৃত্যুতে হতবাক প্রতিবেশীরা। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারকে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন।

চলতি সপ্তাহেই জানুয়ারি আইআইটির এক শিক্ষাকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়। বিষ্ণুপুরের বাসিন্দা সাকির আলি মোল্লা রসায়ন বিভাগের জুনিয়ার টেকনিশিয়ান ছিলেন। কর্মরত গবেষণাগারে সহকারী হিসাবেও। ২০২২ সালে কাজে যোগ দেন। শুক্রবার সকালে কোয়ার্টারের ঘর থেকে সাকিরের দেহ ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে মৃত্যু হল এক ছাত্রের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের আইআইটি খড়গপুরে এক ছাত্রের রহস্যমৃত্যু। রবিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।
  • মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট ভাবে এখনও কিছুই জানা যায়নি।
  • খুন না কি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Advertisement