রাজ কুমার, আলিপুরদুয়ার: বছরের শুরুতেই কাজহারা ১৩০০ চা শ্রমিক। উত্তরবঙ্গের আরও এক চা বাগানে ঝুলল তালা। বুধবার রাতে আলিপুরদুয়ারের একটি চা বাগানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। খোঁজ নেই মালিকের। বৃহস্পতিবার সকাল থেকে দিশেহারা ১৩০০ পরিবার।
কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানের ম্যানেজমেন্ট গতকাল রাতে বাগান বন্ধ করার নোটিশ ঝুলিয়ে বাগান ছেড়ে চলে যায়। সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে দেখেন ফ্যাক্টরির দরজা বন্ধ। বাগান সাসপেনশনের নোটিস ঝুলছে। যা দেখে মাথায় হাত পড়ে শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের। তাঁদের
একদিকে কেন্দ্রের বঞ্চনায় পঞ্চায়েতে ১০০ দিনের কাজ নেই। অন্যদিকে একের পর এক চা বাগান বন্ধ হচ্ছে। উল্লেখ্য, আলিপুরদুয়ারে মোট চা বাগানের সংখ্যা ৬৯টি। এর মধ্যে ৯টি চা বাগানে তালা ঝুলেছে। এদিন তালিকায় জুড়ল আরও একটি নাম। ইতিপূর্বে লঙ্কাপাড়া চা বাগানের ২ হাজার ১৩২ জন, রায়মাটাং চা বাগানের ১ হাজার ৬২৪ জন, দলসিংপাড়া ১ হাজার ৭৪৮ জন, দলমোর বাগানের ১ হাজার ৬৫ জন, কালচিনির ১ হাজার ৯১৬ জন, রামঝোরার ৯৬২ জন, ঢেকলাপাড়ার ৬০৪ জন, তোর্সার ৬৪৭ জন এবং মহুয়ার ৮১ জন কাজ হারিয়েছিলেন। এবার সেই তালিকায় জুড়ল আরও তেরশো জনের নাম। শ্রমিক পরিবার হতাশায় দিশেহারা।
কাজ হারিয়ে চা শ্রমিকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, "গাছে নতুন পাতা আসতে শুরু করলে আবার মালিক আসবে শ্রমিকদের উপর অন্যায়ভাবে কাজের বোঝা চাপিয়ে বাধ্য করবে কাজ করতে। আমরা আলিপুরদুয়ার - কোচবিহার চা বাগান মজদুর ইউনিয়ন দাবি করছি, অবিলম্বে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করে বাগান খুলতে হবে। অসহায় শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে।"