shono
Advertisement
Asansol

রান্নার জন্য রাতে কয়লা কিনতে বেরিয়ে বিপত্তি, নির্মীয়মাণ রাস্তার গর্তে পড়ে মৃত্যু ব্যক্তির

ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রবল ক্ষোভ দেখা দিয়েছে।
Published By: Suhrid DasPosted: 10:07 AM May 26, 2025Updated: 10:07 AM May 26, 2025

শেখর চন্দ্র, আসানসোল: কাজ থেকে বাড়ি ফিরে জেনেছিলেন রান্নার জন্য প্রয়োজনীয় জ্বালানি নেই। রাতেই ফের কয়লা কিনতে বেরিয়েছিলেন। কিন্তু আর ফেরা হল না। সাইকেল চালিয়ে যাওয়ার সময় নির্মীয়মাণ রাস্তার একটি গর্তে পড়ে যান ওই ব্যক্তি। পরে তাঁর মৃতদেহ উদ্ধার করা হল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আসানসোল-কুলটির মিঠানি গ্রামে। মৃতের নাম জীবন বাউরি (৪৭)।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জীবন বাউরি সালানপুরের দেন্দুয়ায় ছোট একটি ফ্যাক্টরিতে কাজ করতেন। রবিবার রাতে কাজ সেরে তিনি বাড়ি ফিরেছিলেন। তিনি জানতে পারেন রান্নার জন্য প্রয়োজনীয় জ্বালানি নেই বাড়িতে। সাইকেল নিয়ে তিনি রাতেই বেরিয়ে পড়েছিলেন। মিঠানি গ্রামে রাস্তা তৈরির কাজ চলছিল। খরমবাইদ এলাকায় ঢোকার আগে নির্মীয়মাণ রাস্তার একটি গর্তে কোনওভাবে সাইকেলসমেত পড়ে গিয়েছিলেন তিনি। আর উঠতে পারেননি। পরে মধ্যরাতে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

জানা গিয়েছে, ওই রাস্তা তৈরির জন্য একাধিক গর্ত খোড়া হয়েছে। রাস্তাটি আড়াআড়িভাবে কাটা হয়েছে। সেখানে প্রায় ১৫ ফুট গভীরতা। তার মধ্যে আবার ১০ ফুটের বেশি উচ্চতায় জল জমে। রাস্তার ওই গর্তগুলি ঘিরে রাখা হয়নি বলেও অভিযোগ। রাতের অন্ধকারে সেখানে পড়ে গিয়ে প্রাণ গেল ওই ব্যক্তির। অনেকক্ষণ বাড়ি না ফেরায় পরিবার ও প্রতিবেশীরা তাঁর খোঁজখবর শুরু করেন। পরে তাঁকে ওই গর্তে পড়ে থাকতে দেখা যায়। মধ্যরাতে খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে পুলিশকে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ আনা হয়েছে। মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কাজ থেকে বাড়ি ফিরে জেনেছিলেন রান্নার জন্য প্রয়োজনীয় জ্বালানি নেই।
  • রাতেই ফের কয়লা কিনতে বেরিয়েছিলেন। কিন্তু আর ফেরা হল না।
  • রাস্তায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় নির্মীয়মান রাস্তার একটি গর্তে পড়ে যান ওই ব্যক্তি।
Advertisement