shono
Advertisement
blast

ফের বাজি তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ, পাথরপ্রতিমায় জীবন্ত দগ্ধ একই পরিবারের ৭

বাড়িতে মজুত গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে।
Published By: Paramita PaulPosted: 10:39 PM Mar 31, 2025Updated: 08:37 AM Apr 01, 2025

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: খাদিকুল-দত্তপুকুর-চম্পাহাটি-কল্যাণীর পর এবার পাথরপ্রতিমা! ফের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। জীবন্ত দগ্ধ ৩ শিশু-সহ একই পরিবারের সাতজন। জখম আরও এক। সোমবার রাত ন'টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে ঘটে পাথরপ্রতিমা থানার দক্ষিণ রায়পুর তিন নম্বর ভেড়ি এলাকায়। বাজি তৈরির সময় আগুন ধরে যায়। সেই আগুনের তাপে বাড়িতে মজুত একাধিক গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েকের মধ্যে এলাকায় বাসন্তী পুজো রয়েছে। সেই উপলক্ষে স্থানীয় বাসিন্দা চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বাজি তৈরি হচ্ছিল। অবৈধভাবে একসঙ্গে বিপুল পরিমাণ বাজি তৈরি করা হচ্ছিল বলেই খবর। রাত ন'টা নাগাদ আচমকাই বাজির স্তূপে আগুন ধরে যায়। তা থেকেই বিপত্তি। জানা গিয়েছে, বাড়িতে একাধিক গ্যাস সিলিন্ডার রাখা ছিল। আগুনের তাপে সেগুলিতে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। দাউদাউ করে জ্বলতে থাকে বাড়িটি। 

ফের বাজি তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ। ছবি: বিশ্বজিৎ নস্কর

বাজি তৈরির সময় বাড়িতেউ শিশুরা ঘুমোচ্ছিল। মহিলারাও তাদের সঙ্গেই ছিল। আচমকা বিস্ফোরণ ঘটায় বাড়িতে থেকে কেউ বেরিয়ে আসতে পারেননি। জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন ৬ জন। তবে বাড়ির মধ্যে আরও অনেকে অগ্নিদগ্ধ অবস্থায় আটকে আছে বলেই আশঙ্কা করা হচ্ছে। এ প্রসঙ্গে পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা জানান, বাজিতে আগুন লেগে বিস্ফোরণে এ পর্যন্ত বাড়ির কর্তা-সহ ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজন নাবালক রয়েছে। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছেছে। বিশাল পুলিশ বাহিনীও রয়েছে। পুলিশ জানিয়েছে, দক্ষিণ রায়পুরের তিন নম্বর ভে়ড়িতে চন্দ্রকান্ত বণিক নামে জনৈক ব্যক্তির বাড়িতে বিস্ফোরণ হয়। বাসন্তী পুজোর জন্য ওই বাজি এবং বাজি তৈরির মশলা মজুত ছিল। বাড়ির মধ্যেই বাজি বানানো হচ্ছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। ওই ব্যক্তির বাজি তৈরির লাইসেন্স আদতে ছিল কিনা তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। তবে স্থানীয় বিধায়কের দাবি, রাধাকান্ত বণিকের বাজি তৈরির লাইসেন্স ছিল।

অসমর্থিত সূত্রের খবর,  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে কিছুটা দূরেই বাজি কারখানা ছিল। কারখানা থেকেই এদিন বেশ কিছু বাজি এবং বাজির মশলা তিনি বাড়িতে মজুত রেখেছিলেন। তাতেই কোনওভাবে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। রাজ্যে একের পর এক এলাকায় বেআইনিভাবে বাজি তৈরির জেরে দুর্ঘটনা ঘটে চলেছে। তাতেই প্রাণ যাচ্ছে আমজনতার। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড।
  • জীবন্ত দগ্ধ ৩ শিশু-সহ একই পরিবারের ছ'জন।
  • বাজি তৈরির সময় আগুন ধরে যায়।
Advertisement