shono
Advertisement
Fuchka Didi

'চাকরি নেই, ভাবলাম সৎ পথে উপার্জন করি', এবার ভাইরাল বিএড ফুচকা দিদি

কী বলছেন 'ফুচকা দিদি' পূজা?
Published By: Tiyasha SarkarPosted: 08:43 PM Apr 21, 2025Updated: 08:43 PM Apr 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট থেকেই লক্ষ্য ছিল শিক্ষিকা হওয়া। কিন্তু ভাগ্যে না থাকলে কী করার! প্রবল আর্থিক সংকট সত্ত্বেও বিএড পাশ করলেও চাকরি পাননি রানাঘাটের পূজা গোপ। কিন্তু পেট চালাতে অর্থ তো প্রয়োজন। তাই পেশা হিসেবে ফুচকা বিক্রিকেই বেছে নিলেন রানাঘাটের তরুণী। সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল 'বিএড ফুচকা দিদি'। সন্ধ্যে হতেই তাঁর দোকানে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।

Advertisement

নদিয়ার রানাঘাটের বাসিন্দা পূজা গোপ নামে ওই তরুণী। আড়াই বছর বয়স থেকে বাবা-হারা। মায়ের সঙ্গে মামাবাড়িতেই থাকতেন তিনি। অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া মামা করিয়েছেন। নাচও শিখিয়েছেন। কিন্তু অভাব নিত্যসঙ্গী হওয়ায় মামা তারপর আর পড়াতে পারেননি। এদিকে পূজার বরাবরই লক্ষ্য ছিল শিক্ষিকা হওয়ার। শত প্রতিকুলতা সত্ত্বেও তিনি পড়াশোনা থামাননি। কখনও নাচের অনুষ্ঠান করে খরচ জোগাড় করেছেন। এরপর গানও শিখেছেন, অনুষ্ঠানও করেছেন। এভাবে লড়াই করে বিএড পাশ করেছেন পূজা।

কিন্তু চাকরির বাজার মন্দা। কী করবেন ভাবনাচিন্তা করতে করতেই ফুচকার ব্যবসার কথা মাথায় আসে পূজার। যেমন ভাবনা, তেমন কাজ। তড়িঘড়ি নিজের সঞ্চয় দিয়ে শুরু করেছেন ব্যবসা। বাংলা নববর্ষে পথচলা শুরু করেছে 'বিএড ফুচকা দিদি'। বিকেল হতেই তাঁর দোকানে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। এই ফুচকার দোকান থেকেই সমস্ত স্বপ্ন পূরণের আশায় পূজা। কিন্তু কেন এই ফুচকার ব্যবসা? পূজা বললেন, "চাকরি বাকরি নেই। বসে থেকে লাভ কী! ভাবলাম, সৎ পথে উপার্জন করি।" মেয়ের এই লড়াইয়ে প্রতিমুহূর্তে পাশে রয়েছেন মা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছোট থেকেই লক্ষ্য ছিল শিক্ষিকা হওয়া। কিন্তু ভাগ্যে না থাকলে কী করার!
  • প্রবল আর্থিক সংকট সত্ত্বেও বিএড করলেও চাকরি পাননি রানাঘাটের পূজা গোপ। কিন্তু পেট চালাতে অর্থ তো প্রয়োজন। তাই পেশা হিসেবে ফুচকা বিক্রিকেই বেছে নিলেন রানাঘাটের তরুণী।
  • সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল 'বিএড ফুচকা দিদি'। সন্ধ্যে হতেই তাঁর দোকানে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।
Advertisement