shono
Advertisement
Bangaon

৩০ টাকার লটারি ফেরাল ভাগ্য! রাতারাতি কোটি টাকার মালিক বনগাঁর সাইকেল মিস্ত্রি

এই টাকায় কী করবেন ওই মিস্ত্রি?
Published By: Tiyasha SarkarPosted: 08:54 PM Mar 04, 2025Updated: 08:54 PM Mar 04, 2025

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: কথায় বলে, ভাগ্যের চাকা কখন ঘুরে যায় কেউ বলতে পারে না! এই কথা যে পুরোপুরি সত্য, ফের তা প্রমাণিত। সাইকেলের চাকা সারাতে সারাতে ভাগ্যের চাকা ঘুরে গেল বনগাঁর সাইকেল মিস্ত্রির। রাতারাতি এক কোটি টাকার মালিক হলেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, বনগাঁর দিনবন্ধুনগর এলাকার বাসিন্দা বাবলা দাস। পেশায় সাইকেল মিস্ত্রি। এক কথায় নুন আনতে পান্তা ফুরনো সংসার। এদিন কাজ সেরে বাড়ি ফেরার পথে ৩০ টাকা দিয়ে লটারির টিকিট কেটেছিলেন তিনি। জানতেন না এটাই বদলে দিতে চলেছে তাঁর জীবন। সন্ধ্যায় লটারির রেজাল্ট মেলাতেই চক্ষুচড়কগাছ। জানতে পারেন কোটি টাকা জিতেছেন তিনি। প্রথম দিকে তিনি বিশ্বাসই করতে পারেননি বিষয়টা। মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে খবর। খবর পেয়ে ছুটে যান আত্মীয় পরিজনেরা।

কোটি টাকা জিতে আনন্দে আত্মহারা বাবলা। কী করবেন এত টাকা দিয়ে? যুবকের কথায়, স্ত্রী কে নিয়ে তাঁর অভাবের সংসার। টাকার অভাব সত্ত্বেও কোনওরকমে একে একে তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। এই টাকায় বাকি জীবনটা সুন্দর করে কাটাবেন। তাঁর স্ত্রী জানিয়েছেন, টাকা পেলেই আগে বাড়িতে থাকা মা মনসার মন্দিরে টিনের চালা সরিয়ে ছাদ দেবেন। কারণ, দেবীর কৃপাতেই সব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কথায় আছে, ভাগ্যের চাকা কখন কার ঘুরে যায় কেউ বলতে পারে না! এই কথা যে পুরোপুরি সত্য, ফের তা প্রমাণিত।
  • সাইকেলের চাকা সারাতে সারাতে ভাগ্যের চাকা ঘুরে গেল বনগাঁর সাইকেল মিস্ত্রির।
  • রাতারাতি এক কোটি টাকার মালিক হলেন তিনি।
Advertisement