shono
Advertisement
Asansol

ওভারটেক নিয়ে বচসায় চালককে 'মার', প্রতিবাদে বরাকর-আসানসোল রুটে বন্ধ বাস পররিষেবা

তার ফলে চরম ভোগান্তির শিকার যাতায়াতকারীরা।
Published By: Sayani SenPosted: 10:37 AM May 12, 2025Updated: 10:45 AM May 12, 2025

শেখর চন্দ্র, আসানসোল: বহিরাগতদের বিরুদ্ধে বাসচালককে মারধরের অভিযোগ। মারধর করে মুখ, নাক ফাটিয়েও দেওয়া হয়। এই ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অধরা অনেকে। দ্রুত গ্রেপ্তারির দাবিতে বরাকর-আসানসোল রুটে বন্ধ বাস পরিষেবা। অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে বলেই দাবি বাসচালকদের। তার ফলে চরম ভোগান্তির শিকার যাতায়াতকারীরা।

Advertisement

ঘটনার সূত্রপাত সোমবার সকালে। আসানসোল থেকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল এক গাড়ি। ওই একই দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহি বাসও। যাওয়ার সময় ওভারটেক করা নিয়ে শুরু হয় বচসা। অভিযোগ, বরাকর বাসস্ট্যান্ডে এক বাসচালককে গালিগালাজ করে গাড়ির যাত্রীরা। তার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। অভিযোগ, ওই বাস চালককে ব্যাপকভাবে মারধর করা হয়। মারাত্মক চোট লাগে তাঁর নাকে ও মুখে। এমনকি বাসে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়ায়।

বাসচালককে মারধরের পর গাড়িতে থাকা যুবকরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা তাদের বেশ কয়েকজনকে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে বরাকর ফাঁড়ির পুলিশ পৌঁছয়। দুই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাকি বেশ কয়েকজন এখনও পলাতক। বাসচালকদের দাবি, ওই যুবকেরা ঝাড়খণ্ডের বাসিন্দা। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই ঘটনার প্রতিবাদে বরাকর-আসানসোল বাস পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেন চালকরা। আপাতত বন্ধ পরিষেবা। তার ফলে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে চরম ভোগান্তির শিকার যাতায়াতকারীরা। একে তো প্রচণ্ড গরম, তার উপর আবার রাস্তায় বাস না পাওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওভারটেক নিয়ে বচসায় চালককে 'মার'।
  • প্রতিবাদে বরাকর-আসানসোল বন্ধ বাস পররিষেবা।
  • তার ফলে চরম ভোগান্তির শিকার যাতায়াতকারীরা।
Advertisement