অর্ক দে, বর্ধমান: চালের গোডাউনের আড়ালে চোলাই মদের কারবার! শনিবার রাতে আবগারি দপ্তরে অভিযানে চোলাই চক্রে পর্দাফাঁস। একটি লরি এবং প্রচুর গুড় ভর্তি টিন বাজেয়াপ্ত হয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

গোপন সূত্রে খবর মিলেছিল, চোলাই মদ তৈরির উপকরণ মজুত করে রাখা হয়েছিল আলমগঞ্জ এলাকার চালের গোডাউনে। সেই খবর পেয়ে বর্ধমান সদর আবগারি দপ্তর ও বর্ধমান থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযান চলাকালীন ঝাড়খণ্ডের নম্বর দেওয়া একটি লরি থেকে কয়েকশো টিন চোলাই মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয়। সেগুলি পাচারের ছক করা হচ্ছিল। লরিটিকেও আটক করেছেন অফিসাররা। ইতিমধ্যে গোডাউনে রাখা ৫ হাজার ৬০০ ফাঁকা টিন ও প্রায় ৪০০টি টিন ভর্তি গুড় বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যে চারটি গোডাউন সিল করে দিয়েছেন আধিকারিকরা। যদিও অভিযানে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বর্ধমান আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া বিপুল পরিমাণ তরল পদার্থ চোলাই মদ তৈরির কাজে ব্যবহার হত বলেই মনে করা হচ্ছে। তবে বাজেয়াপ্ত পদার্থের প্রকৃতি যাচাই করার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে। রিপোর্ট আসার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে খোদ শহরের মধ্যে একটি পরিত্যক্ত চালকলের মধ্যে চোলাই মদ তৈরির এই বিপুল পরিমাণ রসদ মজুতে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।