বাংলাদেশি সন্দেহে এবার ঝাড়খণ্ডে বাংলার শ্রমিককে খুনের অভিযোগ। ঘর থেকে উদ্ধার হয়েছে গলায় ফাঁস দেওয়া দেহ। ঘটনার খবর বেলডাঙায় (Beldanga) পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার ও প্রতিবেশীরা। রেললাইন ও ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। জ্বালানো হয় টায়ার। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই ব্যাহত রেল চলাচল। জাতীয় সড়কে একের পর এক দাঁড়িয়ে গাড়ি। কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম আলাউদ্দিন শেখ। তাঁর বয়স ৩৬ বছর। মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর তালপাড়ার বাসিন্দা তিনি। বছর পাঁচেক আগে উপার্জনের আশায় ঝাড়খণ্ড যান তিনি। সেখানে ফেরিওয়ালার কাজ করতেন। আলাউদ্দিনের জামাইবাবু ওসমান শেখ জানান, গত পরশু শ্যালক তাঁকে ফোন করেছিলেন। জানিয়েছিলেন, ঝাড়খণ্ডের গ্রামে গ্রামে ফেরি করতে গিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে তাঁকে। সর্বত্র বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আধার কার্ড দেখালেও বিশেষ লাভ হচ্ছে না। গোটা ঘটনায় তিনি ভয় পাচ্ছেন বলেও জানান। তারপর বৃহস্পতিবার বিকেলেও পরিবারের সদস্যরা আলাউদ্দিনের সঙ্গে কথা বলেন। তারপর থেকেই বন্ধ মোবাইল।
পরে শুক্রবার সকালে বাড়িতে খবর আসে, মৃত্যু হয়েছে আলাউদ্দিনের। ঘর থেকে মিলেছে গলায় ফাঁস দেওয়া দেহ। পরিবারের দাবি, যে ছবি তাঁরা পেয়েছে সেখানে দেখা যাচ্ছে ফাঁস দেওয়া অবস্থায় বসে রয়েছেন আলাউদ্দিন। তাতেই পরিবারের অভিযোগ, আত্মহত্যা নয় খুন করা হয়েছে যুবককে। এরপর প্রমাণ লোপাটে গলায় ফাঁস দেওয়া হয়েছে। যুবকের মৃত্যুর খবর পেয়েই ক্ষোভে ফেটে পড়েন পরিবার-প্রতিবেশীরা। রেল লাইন অবরোধ করেন একদল। ১২ নম্বর জাতীয় সড়ক আটকে চলছে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ।
