shono
Advertisement

‘ভাইরাল’ হল অনুব্রতর ‘চড়াম চড়াম’, ঢাকের বোলে অন্য ‘দেবী’ পক্ষ

‘সিম্ফনি’-র কর্ণধার প্রেম গুপ্তা জানিয়েছেন, সাধারণত, পুজোর সময়ই শুধু ঢাকের সিডি বিক্রি হয়৷ কিন্তু এবার সেই অঙ্ককেও ছাপিয়ে গিয়েছে৷ The post ‘ভাইরাল’ হল অনুব্রতর ‘চড়াম চড়াম’, ঢাকের বোলে অন্য ‘দেবী’ পক্ষ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:01 PM May 20, 2016Updated: 09:31 AM May 20, 2016

গৌতম ব্রহ্ম: পুজো নেই, পার্বণ নেই৷ তবু ঢাকের তালে দুলে উঠল বাংলা৷
পাহাড় থেকে সাগর, সর্বত্র বোল উঠল ‘চড়াম চড়াম’৷
ঢাক বলতে এতদিন বাংলা বুঝত ‘ঢ্যাম কুড়াকুড় বা ‘ড্যাং ড্যা ড্যা ড্যাং’৷ এবার ‘চড়াম চড়াম’৷
ঢাকের বোলেই তো দেবীপক্ষ শুরু৷ দুর্গার বোধন৷
এবারও যেন তারই প্রতিচ্ছবি৷ যেভাবে বাম-কংগ্রেস জোটকে চুরমার করে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে দ্বিতীয় ইনিংসের কাউন্টডাউন শুরু করলেন তাকে দেবীপক্ষর শুরু ছাড়া আর কী বলা যায়! তাই ঢাকের বোলের সঙ্গে মানানসই হয়ে গেল এই জয়৷
পুজোর সময় শিয়ালদহ-হাওড়া স্টেশন, চিৎপুরে ঢাকিরা দল বেঁধে চলে আসতেন৷ বাজনা শুনে পুজো কমিটি বায়না করত ঢাকের৷ অন্য সময় ঢাকিদের দেখা মিলত না৷ এবার কিন্তু ফলপ্রকাশের আগের দিনই কয়েকশো ঢাকি হাজির হয়ে গিয়েছিলেন এই তিন জায়গায়৷ সৌজন্যে বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ নির্বাচনী প্রচারে নেমে অনুব্রতই প্রথম ‘চড়াম চড়াম’ ঢাক বাজানোর নিদান হেঁকেছিলেন৷ বলেছিলেন, আগের বার ভোটের ফল প্রকাশের পর রাজ্যজুড়ে রবীন্দ্রসংগীত বেজেছিল৷ এবার ‘চড়াম চড়াম’ ঢাক বাজবে৷’
সেই ‘চড়াম চড়াম’-ই এখন মা-মাটি-মানুষের রিংটোন হয়ে বাজছে৷ ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে মোবাইল ল্যাপটপ-ডেস্কটপে৷ ঢাকিদের মুখেও চওড়া হাসি৷ মওকা বুঝে তাঁরাও ভাল দর হেঁকেছেন৷ কোথাও হাজার টাকা, কোথাও দেড় হাজার টাকা৷ কোথাও আবার আরও বেশি৷ প্রত্যেকেই হাত তুলে আশীর্বাদ করেছেন অনুব্রতকে৷ বলেছেন, “ওই মানুষটাই তো আমাদের বাজারদর বাড়িয়ে দিয়েছে৷”
সত্যি, গণতন্ত্রের উৎসবে এভাবে কখনও ঢাক বাজেনি৷ বোল ওঠেনি ‘চড়াম চড়াম’৷ অনুব্রত নিজেও ভাবেননি, তাঁর ভাষা প্রক্ষেপণ এভাবে বদলে দেবে ঢাক-শিল্পীদের কপাল৷ সবুজ আবির, মিষ্টিমুখ, তাসা পার্টি৷ কিন্তু সব ছাপিয়ে গিয়েছে ‘চড়াম চড়াম’৷
দুধের সাধ অবশ্য ঘোলে মিটিয়েছেন অনেকে৷ ঢাকের বদলে ঢাকের সিডি কিনে চালিয়েছেন৷ ধর্মতলার ‘সিম্ফনি’, রাসবিহারী মোড়ের ‘মেলোডি’-তে ঢাকের-সিডির বিক্রি দ্বিগুণ হয়েছে৷ ‘সিম্ফনি’-র কর্ণধার প্রেম গুপ্তা জানিয়েছেন, সাধারণত, পুজোর সময়ই শুধু ঢাকের সিডি বিক্রি হয়৷ কিন্তু এবার সেই অঙ্ককেও ছাপিয়ে গিয়েছে৷
যাদবপুরের এক তৃণমূল নেতা আবার পেশাদার অ্যারেঞ্জারকে দিয়ে আগাম ‘চড়াম চড়াম’ থিম সংগীত বানিয়ে রেখেছিলেন৷ যদিও যাদবপুরের তৃণমূল প্রার্থী মণীশ গুপ্ত হেরে যাওয়ায় সেই গান চলেনি৷ তবে, ‘ভাইরাল’ হয়ে ঘুরপাক খেয়েছে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে৷ ‘আহা কী আনন্দ মা-মাটি-মানুষে, ধান্দাবাজির জোট কুপোকাত, চড়াম চড়াম বাজাব ঢাক৷’
সোশ্যাল মিডিয়াতেও দাপট দেখিয়েছে ‘চড়াম চড়াম’৷ বেলা গড়াতে না গড়াতেই ফেসবুক-টুইটারে ভেসে ওঠে সূর্য-বিমান-অধীরদের হরেক ‘সুপার-ইম্পোজ’ করা ছবি৷ জোট-ফানুস চুপসে যাওয়া নিয়ে নানা রসিকতা৷ কিন্তু ম্যান-অব দ্য ম্যাচ অবশ্যই ‘চড়াম চড়াম’৷

Advertisement

The post ‘ভাইরাল’ হল অনুব্রতর ‘চড়াম চড়াম’, ঢাকের বোলে অন্য ‘দেবী’ পক্ষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement