সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা দেশে শিশুমৃত্যু কমানোর হারে এগিয়ে পশ্চিমবঙ্গই। কেন্দ্র সরকারের তরফ থেকেই রাজ্যের জন্য মিলেছে এই বিশেষ স্বীকৃতি। এ কথা জানিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

স্বাস্থ্য পরিষেবা প্রদানে কোন রাজ্যের ভূমিকা কেমন, তা নিয়েই জাতীয় স্তরে আয়োজন করা হয় এক সম্মেলনের। সেখানেই বাংলার জন্য এসেছে এই স্বীকৃতি। পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে ২০১১ সালে শিশুমৃত্যুর হার ছিল ৪৪, ২০১৪ সালে তা কমে হয় ৩৯। সেখানে রাজ্যে ২০১১ সালে এই হার ছিল ৩২। ২০১৪ সালে তা আরও কমে হয়েছে ২৮। এই পরিংখ্যান তুলে ধরেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সারা দেশের নিরিখে এ ব্যাপারে এগিয়ে আছে এ রাজ্যই। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমের জেরেই যে তা সম্ভব হয়েছে সে কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। জাতীয় স্তরের সম্মেলনে রাজ্যকে বিশেষ ট্রফি ও সার্টিফিকেটও দেওয়া হয়েছে।
The post সারা দেশে শিশুমৃত্যু কমানোর হারে এগিয়ে এ রাজ্যই appeared first on Sangbad Pratidin.