shono
Advertisement

Breaking News

Bengal SIR News

এসআইআরের কাজ সেরে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনা, মাথাভাঙায় মৃত্যু বিএলওর

মৃত বিএলও মহিষমুড়ির শিয়ালডাঙা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
Published By: Subhankar PatraPosted: 01:54 PM Nov 21, 2025Updated: 02:33 PM Nov 21, 2025

বিক্রম রায়, কোচবিহার: এসআইআরের (Bengal SIR) কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। প্রাণ গেল বিএলওর। বাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু শিক্ষকের। ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙায়।

Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত বিএলওর নাম ললিত অধিকারী। বয়স ৫৩ বছর। তিনি বড়ধাম চাত্রা গ্রামের বাসিন্দা। মহিষমুড়ির শিয়ালডাঙা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তবে ভাড়া নিয়ে মাথাভাঙায় থাকতেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ললিতবাবু বড়ধাম চাঁচড়া গ্রামের ১২৮ নম্বর বুথের বিএলও হিসাবে নিযুক্ত ছিলেন। সেই কাজেই বৃহস্পতিবার বেরিয়েছিলেন। কাজ সেরে বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার মুখে পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যান। তারাই খবর দেন পরিবারকে। মাথাভাঙা হাসপাতালে ললিতবাবুর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কোচবিহারের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃতের স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে।

মৃতার এক আত্মীয় বলেন, "কয়েকজন আমাদের ফোন করে জানায় ললিতের অ্যাক্সিডেন্ট হয়েছে। তাড়াতাড়ি আসতে বলা হয় আমাদের। ও এসআইআর (Bengal SIR) প্রক্রিয়ায় বিএলও হিসাবে কাজ করছিল। সেই কাজ শেষে বাড়ি ফিরার সময় দুর্ঘটনা। পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসআইআরের কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা।
  • প্রাণ গেল বিএলওর।
  • বাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু শিক্ষকের। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙায়।
Advertisement