shono
Advertisement
Berhampore

আদিবাসী মহিলাকে আটকে রেখে গণধর্ষণ! ৩ দিন ধরে পাশবিক 'অত্যাচার', বহরমপুরে গ্রেপ্তার ২

ধৃতদের শুক্রবার আদালতে পেশ করেছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 12:33 PM Dec 19, 2025Updated: 02:36 PM Dec 19, 2025

কল্যান চন্দ্র, বহরমপুর: আদিবাসী মহিলাকে পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে লাগাতার গণধর্ষণ! তিনদিন আটকে রেখে নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে এক নির্দল পঞ্চায়েত সদস্য ও তার শাগরেদ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে (Berhampore)। ধৃতদের হেফাজতে নিতে শুক্রবার তাঁদের আদালতে পেশ করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থানার বহরুল গ্রামের এক আদিবাসী মহিলাকে খাগড়াঘাট এলাকা থেকে জোর করে তুলে নিয়ে যায় দুই ব্যক্তি। অভিযোগ, নিশ্চিন্তপুর গ্রামের একটি ফাঁকা বাড়িতে তাঁকে আটকে রাখা হয়। তিনদিন ধরে লাগাতার আদিবাসী মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। চলে পাশবিক অত্যাচারও! বুধবার সন্ধ্যায় কোনওমতে ওই বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হন নির্যাতিতা। এরপর বহরমপুর থানায় অভিযোগ করেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তল্লাশি চালিয়ে রাজিবুল শেখ ও ইসমাইল শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দু'জনের মধ্যে ইসমাইল শেখ আবার বহরমপুরের একটি ব্লকের নির্দল সদস্য। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। অপর ধৃত রাজিবুল শেখের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে। ধৃতদরে আজ, শুক্রবার আদালতে পেশ করা হয়েছে। ধৃত পঞ্চায়েত সদস্যের দাবি, তিনি নির্দোষ। নির্যাতিতা আদিবাসীর মহিলা শারীরিক পরীক্ষা ও বয়ান লিপিবদ্ধ করা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আদিবাসী মহিলাকে পরিক্ত্যক্ত বাড়িতে আটকে রেখে লাগাতার গণধর্ষণ!
  • ৩ দিন আটকে রেখে নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ।
  • গ্রেপ্তার করা হয়েছে এক নির্দল পঞ্চায়েত সদস্য ও তার শাগরেদ। ঘটনাটি ঘটেছে বহরমপুরে।
Advertisement